০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবলে রাজশাহীর মালিক

-

দুর্বার রাজশাহীর বিপিএল শেষ হয়ে গেলেও শেষ হয়নি দলটিকে নিয়ে উঠা বিতর্ক। তাদের নিয়ে আলোচনা সহসাই থামছে না। এবার আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি ফ্রাঞ্চাইজিটির মালিকপক্ষ। করা হয়েছে জিজ্ঞাসাবাদ।

একাধিকবার খেলোয়াড়দের বেতন পরিশোধে চেক দেয়া হলেও সেখানে ঘটেছে চেক বাউন্সের ঘটনা। বিদেশী ক্রিকেটারদের ঢাকা ত্যাগ নিয়েও ছিল নানা নাটকীয়তা। অনিশ্চয়তায় পড়ে যান খেলোয়াড়রা।

যদিও শেষ পর্যন্ত রাজশাহী কর্তৃপক্ষ জানায়, একে একে সব ক্রিকেটারদেরই নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করছে তারা। তবে পরিশোধ করা হয়নি ক্রিকেটারদের পাওনা।

এমন অবস্থায় আজ সোমবার দিনের প্রথম প্রহরে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয় রাজশাহী মালিক শফিকুর রহমানকে। জিজ্ঞাসাবাদ করা হয় তার দায়িত্বহীনতা নিয়ে।

তবে বার বার প্রতিশ্রুতি লঙ্ঘনের দায় স্বীকার করেন শফিকুর রহমান। তিনি বলেন, ১০ ফেব্রুয়ারির মাঝে সব পাওনা পরিশোধ করে দেবেন। এমনটাই জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সাথে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে।

এরপর বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম প্রহরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে।’

‘সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।’


আরো সংবাদ



premium cement
বরগুনায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় ১০৫ জনের নামে মামলা রূপগঞ্জে আগুনে পুড়লো ৯ দোকান স্বৈরাচারের দোসরদের শাস্তির আওতায় আনতে পারেনি সরকার : টুকু দেশের মাটিতে প্রতিটি গণহত্যার বিচার করা হবে : জামায়াত আমির তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মহাখালী অবরোধ, ট্রেন চলাচল বন্ধ বিএফআইই’র সাবেক প্রধান মাসুদসহ ৩ জনের আয়কর নথি জব্দের আদেশ সাংবাদিক মাজহারের বাবা ছাত্তার সরকারের মৃত্যুবার্ষিকী পালন ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ, জীবনবৃত্তান্ত আহ্বান চট্টগ্রামে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার মধ্যপ্রাচ্যে ২ দিনের ব্যবধানে কুলাউড়ার ২ প্রবাসী যুবকের মৃত্যু

সকল