০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবলে রাজশাহীর মালিক

-

দুর্বার রাজশাহীর বিপিএল শেষ হয়ে গেলেও শেষ হয়নি দলটিকে নিয়ে উঠা বিতর্ক। তাদের নিয়ে আলোচনা সহসাই থামছে না। এবার আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি ফ্রাঞ্চাইজিটির মালিকপক্ষ। করা হয়েছে জিজ্ঞাসাবাদ।

একাধিকবার খেলোয়াড়দের বেতন পরিশোধে চেক দেয়া হলেও সেখানে ঘটেছে চেক বাউন্সের ঘটনা। বিদেশী ক্রিকেটারদের ঢাকা ত্যাগ নিয়েও ছিল নানা নাটকীয়তা। অনিশ্চয়তায় পড়ে যান খেলোয়াড়রা।

যদিও শেষ পর্যন্ত রাজশাহী কর্তৃপক্ষ জানায়, একে একে সব ক্রিকেটারদেরই নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করছে তারা। তবে পরিশোধ করা হয়নি ক্রিকেটারদের পাওনা।

এমন অবস্থায় আজ সোমবার দিনের প্রথম প্রহরে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয় রাজশাহী মালিক শফিকুর রহমানকে। জিজ্ঞাসাবাদ করা হয় তার দায়িত্বহীনতা নিয়ে।

তবে বার বার প্রতিশ্রুতি লঙ্ঘনের দায় স্বীকার করেন শফিকুর রহমান। তিনি বলেন, ১০ ফেব্রুয়ারির মাঝে সব পাওনা পরিশোধ করে দেবেন। এমনটাই জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সাথে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে।

এরপর বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম প্রহরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে।’

‘সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।’


আরো সংবাদ



premium cement
হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান সরকারের

সকল