চেন্নাইয়ে ভারতকে জেতালেন ভার্মা, সিরিজে পিছিয়ে গেল ইংল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪১
চেন্নাইয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কমতি রাখেনি ইংল্যান্ড। তবে এক তিলক ভার্মা যেন সেই চেষ্টায় পানি ঢেলে দিয়েছেন। তার একক নৈপুণ্যে সফরকারীদের হারিয়েছে ভারত, স্বাগতিকেরা এগিয়ে গেল সিরিজে ২-০ তে।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চেন্নাইয়ে টসে হেরে আগে ব্যাট করে থ্রি লায়ন্সরা৷ ৯ উইকেটে তুলে ১৬৫ রান। জবাব দিতে নেমে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় ভারত।
রান তাড়ায় মাত্র ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। আগের ম্যাচে ৭৯ রান করা অভিষেক শর্মা থামেন ১২ রানে, সাঞ্জু স্যামসন ৫, সূর্যকুমার যাদব ১২, ধ্রুব জুরেল ৪ ও হার্দিক পান্ডিয়া ৭ রান করে আউট হন।
তবে হাল ধরে রাখা তিলক বার্মা। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৩৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। সুন্দরকে বোল্ড করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান কার্স। ১৯ বলে ২৬ রান করে ফেরেন সুন্দর। অক্ষর প্যাটেলও ফেরেন দ্রুত (২)।
১৫ ওভারে ১২৬ রানে ৭ উইকেট হারানো ভারতের শেষ ৫ ওভারে প্রয়োজন হয় ৪০ রানের, হাতে উইকেট ছিল ৩টি। সেখানে প্রথমে আর্শদ্বীপের সাথে মিলে তুলেন ১৩ বলে ২০ রান। এরপর রবি বিষ্ণুইকে নিয়ে বাকি কাজটা করেন ভার্মা।
৫ বলে বিষ্ণু করেন ৯ রান বিষ্ণুই। ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন ভার্মা। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন কার্স। আর্চার, মার্ক উড, রশিদ, জেমি ওভারটন ও লিভিংস্টোন উইকেট পান ১টি করে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংসের শুরুটাও ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। এর মাঝে অধিনায়ক জশ বাটলার খেলেন ৩০ বলে ৪৫ রানের ইনিংস।
এরপর জেমি স্মিথের ১২ বলে ২২ ও ব্রেন্ডন কার্সের ১৭ বলে ৩১ রানের ইনিংসে দেড় শ’ পেরোয় ইংল্যান্ড। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন দুটো করে উইকেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা