বোলিং অ্যাকশনে পাস করলেন আলিস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০৪
এবারের বিপিএল আসরে চট্টগ্রাম কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস আল ইসলাম। চলতি খেলায় ৮ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। ভালো পারফর্ম করেও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে এই স্পিনারকে নিয়ে। দিতে হয়েছে বোলিং পরীক্ষা।
শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। প্রাপ্ত ফলাফলে পাস করেছেন আলিস। চট্টগ্রাম কিংসের ফেসবুক পেজে এ খবর জানিয়েছে।
এর আগেও ২০১৯ সালের বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন প্রশ্ন উঠে। ওই ম্যাচে মাঠে নেমেই হ্যাটট্রিক করেছিলেন এই স্পিনার। ওই সময়ও পরীক্ষা দিতে হয়েছিল তাকে। সেবার ফলাফল ভালো হয়নি। পরে বোলিং অ্যাকশনে পরিবর্তন আনেন আলিস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা