বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন, অপারেশন্সের দায়িত্বে ফাহিম
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২৫, ২১:০৮
চার মাসের বেশি সময় অপেক্ষার পর অবশেষে গঠন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। আজ শনিবার বোর্ড সভা শেষে এই তালিকা প্রকাশ করে বিসিবি। বড় দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।
যখন ঢাকার ক্লাবগুলো বিসিবি’র গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা নিয়ে দাবি তুলেছে নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগের, তখন উল্টো বিসিবি’তে বড় দায়িত্ব পেলেন তিনি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এই সংগঠক।
গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। একই সাথে নারী ক্রিকেটের দায়িত্বও পেয়েছেন ফাহিম। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির প্রধান হয়েছেন ইফতেখার রহমান।
এক নজরে স্ট্যান্ডিং কমিটি-
ক্রিকেট অপারেশন্স : নাজমুল আবেদিন ফাহিম।
ফাইন্যান্স কমিটি : ফাহিম সিনহা।
ডিসিপ্লিনারি কমিটি : সাইফুল আলম স্বপন চৌধুরী।
গেম ডেভেলপমেন্ট কমিটি : ফাহিম সিনহা।
টুর্নামেন্ট কমিটি : আকরাম খান।
এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি : সাইফুল আলম স্বপন।
গ্রাউন্ডস কমিটি : মাহবুব আনাম।
ফ্যাসিলিটিজ কমিটি : আকরাম খান।
আম্পায়ার্স কমিটি : ইফতেখার রহমান।
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি : ফারুক আহমেদ।
মেডিক্যাল কমিটি : মঞ্জুরুল আলম।
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি : মাহবুব আনাম।
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটি : ইফতেখার রহমান।
অডিট কমিটি : সালাউদ্দিন চৌধুরী।
উইমেন্স কমিটি : নাজমুল আবেদিন ফাহিম।
লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটি : ফাহিম সিনহা।
ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি : আকরাম খান।
হাই পারফরম্যান্স কমিটি : মাহবুব আনাম।
বাংলাদেশ টাইগার্স কমিটি : কাজী ইনাম।
ওয়েলফেয়ার কমিটি : মঞ্জুরুল আলম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা