২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ভালো শুরুর পরও বিপদে রাজশাহী, ১৭১ রানের লক্ষ্য রংপুরের

- ছবি - ইন্টারনেট

শুরুর তেজস্বী ভাব শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না দুর্বার রাজশাহী। তাদের লাগাম টেনে ধরে রংপুরের বোলাররা। শেষ দিকে এসে একের পর এক উইকেট হারিয়েছে পদ্মাপাড়ের দলটা। থেমেছে ৯ উইকেটে ১৭০ রানে। অথচ শুরুটা ছিল ঝড়ের মতো।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ৭ ওভারে ৭৫ রান তুলে মাত্র ১ উইকেট হারায় রাজশাহী। মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ করে আউট হলেও রানের গতি ধরে রাখেন সাব্বির হোসেন।

জ্বলে উঠার দিনে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১৯ বলে ৩৯ রান করে ফেরেন সাব্বির। ৭.২ ওভারে তাকে ফেরান খুশদিল। পরের বলেই রায়ান বার্লকেও ফেরান খুশদিল। তাতে খানিকটা ধাক্কা খায় রাজশাহী।

তবে সেখান থেকে দলকে টানেন ইয়াসির আলি। এনামুল হক বিজয়কে দর্শক বানিয়ে মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি। তবে ৩২ বলে ৬০ করে খুশদিলের বলে থামতে হয় তাকে। দুই বল পর ফেরেন বিজয়ও।

রান আউট হওয়ার আগে বিজয় করেন ৩১ বলে ৩৪। এরপর আকিফ জাভেদের তোপে দ্রুত আরো ৩ উইকেট হারায় রাজশাহী। আর কেউ পারেননি থিতু হতে। শেষ ২৬ বলে মাত্র ১৮ রান যোগ করতেই ৫ উইকেট হারায় তারা।

খুশদিল ও আকিফ জাভেদ নেন ৩টি করে উইকেট। নাহিদ রানা ও রাকিবুল হাসান ১টি করে উইকেট তোলেন।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ ‘অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন’ ভারত আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে : ডা. তাহের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলামকে রংপুরে বদলি ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো শিবিরের প্রকাশনা উৎসব সাবেক মন্ত্রী মোজাম্মেলের নাতি গ্রেফতার আমতলীতে একই গ্রামে ৪টি ইটভাটা হুমকিতে জীববৈচিত্র্য ও ফসলি জমি ডুমুরিয়ায় প্রশাসনের ভেঙে দেয়া ইটভাটা ৩ দিনের মাথায় চালু! কিশোরগঞ্জে বালু লুটের মহোৎসব রাজস্ব হারাচ্ছে সরকার হাজরাবাড়ী পৌর এলাকায় যানজটে অতিষ্ঠ সবাই লংগদুতে কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

সকল