২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ভালো শুরুর পরও বিপদে রাজশাহী, ১৭১ রানের লক্ষ্য রংপুরের

- ছবি - ইন্টারনেট

শুরুর তেজস্বী ভাব শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না দুর্বার রাজশাহী। তাদের লাগাম টেনে ধরে রংপুরের বোলাররা। শেষ দিকে এসে একের পর এক উইকেট হারিয়েছে পদ্মাপাড়ের দলটা। থেমেছে ৯ উইকেটে ১৭০ রানে। অথচ শুরুটা ছিল ঝড়ের মতো।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ৭ ওভারে ৭৫ রান তুলে মাত্র ১ উইকেট হারায় রাজশাহী। মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ করে আউট হলেও রানের গতি ধরে রাখেন সাব্বির হোসেন।

জ্বলে উঠার দিনে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১৯ বলে ৩৯ রান করে ফেরেন সাব্বির। ৭.২ ওভারে তাকে ফেরান খুশদিল। পরের বলেই রায়ান বার্লকেও ফেরান খুশদিল। তাতে খানিকটা ধাক্কা খায় রাজশাহী।

তবে সেখান থেকে দলকে টানেন ইয়াসির আলি। এনামুল হক বিজয়কে দর্শক বানিয়ে মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি। তবে ৩২ বলে ৬০ করে খুশদিলের বলে থামতে হয় তাকে। দুই বল পর ফেরেন বিজয়ও।

রান আউট হওয়ার আগে বিজয় করেন ৩১ বলে ৩৪। এরপর আকিফ জাভেদের তোপে দ্রুত আরো ৩ উইকেট হারায় রাজশাহী। আর কেউ পারেননি থিতু হতে। শেষ ২৬ বলে মাত্র ১৮ রান যোগ করতেই ৫ উইকেট হারায় তারা।

খুশদিল ও আকিফ জাভেদ নেন ৩টি করে উইকেট। নাহিদ রানা ও রাকিবুল হাসান ১টি করে উইকেট তোলেন।


আরো সংবাদ



premium cement
ভোরের কাগজ কর্মীদের এইচআর ভবন ঘেরাও ফ্লোরিডায় ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২৬-২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার ভাসানী পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ১ ফেব্রুয়ারি দুই মামলায় ৪ দিনের রিমান্ডে নদভী খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ কিডস ক্রিয়েশন টিভিতে শিশুদের কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ জনগণ আর কোনো অপশক্তিকে মেনে নেবে না : নূরুল ইসলাম বুলবুল চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন ইস‍্যুতে বিএনপির সাথে সন্দেহ ও টানাপোড়েন সিরাজগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ

সকল