২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের

খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের - ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো পোক্ত করেছে ফরচুন বরিশাল।

এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল। তিন নম্বরে থাকা চিটাগং কিংসের পয়েন্ট ১০, অবশ্য বরিশালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। ১০ ম্যাচে ৬ পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে ঢাকা ক্যাপিটালস।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে খুলনাকে ১৬৮ রানের লক্ষ্য দেয় তামিমের দল। জবাবে ৪ উইকেট হাতে নিয়েও ১৬০ রানে থামে মিরাজের খুলনা। খুলনার পক্ষে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাওয়া নাঈম ফেরেন ৭৭ রানে।

এদিন ম্যাচের শুরুর ওভারেই বরিশাল শিবিরে জোড়া আঘাত হানেন খুলনার অধিনায়ক মেহেদি মিরাজ। রানের খাতা খোলার আগেই পর পর দুই বলে তামিম ও মালানের বড় দুই উইকেট শিকার করেন মিরাজ। ৫ রান করে রান আউটে কাটা পড়েন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম।

১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বরিশাল। তবে হৃদয়ের ৩৬ আর রিশাদের ৩৯ রান সঙ্গী করে দারুণ ফিফটিতে দলকে এগিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

লক্ষ্য তাড়ায় নেমে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন নাঈম শেখ। লক্ষ্য তাড়ায় খুলনার ভরসা ছিলেন নাঈম একাই। শেষ ওভারে ২৫ রান তোলার চেষ্টা করেছিলেন তিনি। রিপন মণ্ডলের করা প্রথম বলে কোনো রান নিতে না পারলেও পরের দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে জয়ের সমীকরণটা করেছিলেন ৩ বলে ১৩ রানের। তবে চতুর্থ বলে স্লিপে ডেভিড মালানের দারুণ এক ক্যাচে নাঈমের নায়ক হওয়ার সম্ভাবনা শেষ করে দেয়। শেষ দুই বলে আমের জামাল ৫ রান নিতে পারে। তাতে পরাজয়ে ব্যবধানটা ৭ রানে নেমে আসে।

মিরাজ ৩৩ আর আফিফ ২৭ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।


আরো সংবাদ



premium cement