ত্রাতা মাহমুদউল্লাহ, ঝড় তুললেন রিশাদ
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জানুয়ারি ২০২৫, ২১:০৩, আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০৯
আরো একবার ত্রাতা হয়ে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপদে শক্ত হাতে ধরলেন হাল। আর শেষ দিকে ঝড় তুললেন রিশাদ হোসেন। তাতে খুলনার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৭ রান তুলে বরিশাল।
এদিন শুরুতেই পা হড়কায় বরিশাল। প্রথম ওভারেই মেহেদী মিরাজের তোপে পড়ে তারা। মাত্র ১ রানে হারায় ২ উইকেট। তামিম ইকবাল ও ডেভিড মালান ফেরেন গোল্ডেন ডাক মেরে। এক ওভার পর রান আউট হোন মুশফিকুর রহিম (৫)।
মাত্র ১৬ রানে ৩ উইকেট হারানো বরিশাল এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে হৃদয়কে থামতে হয় ৩০ বলে ৩৬ করে মিরাজের তৃতীয় শিকার করা। ১ বল পর ফেরেন মোহাম্মদ নাবিও।
ফাহিম আশরাফ ভরসা হতে পারেননি (৯) তবে মাহমুদউল্লাহকে সঙ্গ দেন আটে নামা রিশাদ হোসেন। একটা সময়ে এসে অবশ্য মাহমুদউল্লাহকে দর্শক বানিয়ে ফেলে আলো কেড়ে নেন নিজেই। দু'জনের জুটিতে আসে ২৮ বলে ৪৭।
মাহমুদউল্লাহ ফেরেন ১৭ দশমিক ৪ ওভারে ৪৫ বলে ৫০ করে। তবে রিশাদ ঝড় চলে আরো কিছুক্ষণ। শেষ ওভারে ফেরার আগে করেন ১৯ বলে ৩৯ রান। মাঝে জাহানদাদ ৫ বলে ১০ ও তানভির ইসলাম ৪ বলে করেন ১২*।
মিরাজের ৩ উইকেট ছাড়াও জোড়া উইকেট নেন সালমান ইরশাদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা