২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

সেয়ানে সেয়ানে লড়াইয়ে শেষ হাসি ঢাকার

সেয়ানে সেয়ানে লড়াইয়ে শেষ হাসি ঢাকার - ছবি : সংগৃহীত

লড়াই জমে উঠলো বেশ। একদম শেষ পর্যন্ত ধরে রাখলো উত্তেজনা। যেখানে শেষ হাসি ঢাকার। আসরে নবম ম্যাচে এসে পেল দ্বিতীয় জয়ের দেখা। বিপরীতে তৃতীয় জয়ের জন্য অপেক্ষা বাড়লো সিলেটের।

সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান করে ঢাকা। জবাবে ৭ উইকেটে ১৯০ রান পর্যন্ত পৌঁছায় সিলেট। ঢাকা জয় পায় ৬ রানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইদিন মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। ৮ ম্যাচে ১ জয় নিয়ে ঢাকা ও ৭ ম্যাচে ২ জয় নিয়ে মাঠে নামে সিলেট।

অবস্থা পরিবর্তনের লক্ষ্যে মাঠে নামা দুই দলের লড়াই জমে উঠে বেশ। ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই জর্জে মানসেকে (৩) হারায় সিলেট। দ্রুত ফেরেন দারুণ ছন্দে থাকা জাকির হাসানও (৮)। ৩২ রানে হারায় ২ উইকেট।

তৃতীয় উইকেট জুটিতে অ্যারন জোনস ও রনি তালুকদার যোগ করেন ৫৬ বলে ৮০ রান। জোনস আউট হোন ৩২ বলে ৩৬ করে। তবে রনি তুলে নেন ফিফটি। থামেন ৪৪ বলে ৬৮ করে।

পরে দলকে জয়ের পথে টানেম জাকের আলি ও আরিফুল হক। দু’জনেই ব্যাট করেন ঝড়ো গতিতে। জাকের ফেরেন ১৮ দশমিক ৪ ওভারে ১৩ বলে ২৮ করে। শেষ ৪ বলে জয়ের জন্য প্রয়োজন দেখা দেয় ১২ রানের।

তবে সমীকরণ মেলাতে পারেননি আরিফুল। ৫ রান আসে এই সময়ে। আরিফুল ফেরেন ১৩ বলে ২৯ রান করে। ৪ বলে ১২ করেন সামিউল্লাহ শিনওয়ারি। থিসারা পেরেরা ও মোস্তাফিজ নেন দুটো করে উইকেট।


আরো সংবাদ



premium cement
গাজা-লেবাননে আরো যুদ্ধ করতে চায় ইসরাইল আবু সাঈদ হত্যা : বেরোবিতে বহিষ্কার হলেন যারা সাভারে ছাত্র হত্যা মামলার আসামি শীর্ষসন্ত্রাসী আজিজ গ্রেফতার মালয়েশিয়া বিএনপির উদ্যেগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া মনিরামপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩ বগুড়ায় জুলাই আন্দোলনের গ্রাফিতিতে ‘জয় বাংলা’ স্লোগান মেধাবী ও আদর্শবানদের দলে আনার আহ্বান তারেক রহমানের মেডিক্যাল ভর্তি পরীক্ষা : কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আত্মঘাতি বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রেজাউল করিমের ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

সকল