২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

সেয়ানে সেয়ানে লড়াইয়ে শেষ হাসি ঢাকার

সেয়ানে সেয়ানে লড়াইয়ে শেষ হাসি ঢাকার - ছবি : সংগৃহীত

লড়াই জমে উঠলো বেশ। একদম শেষ পর্যন্ত ধরে রাখলো উত্তেজনা। যেখানে শেষ হাসি ঢাকার। আসরে নবম ম্যাচে এসে পেল দ্বিতীয় জয়ের দেখা। বিপরীতে তৃতীয় জয়ের জন্য অপেক্ষা বাড়লো সিলেটের।

সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান করে ঢাকা। জবাবে ৭ উইকেটে ১৯০ রান পর্যন্ত পৌঁছায় সিলেট। ঢাকা জয় পায় ৬ রানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইদিন মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। ৮ ম্যাচে ১ জয় নিয়ে ঢাকা ও ৭ ম্যাচে ২ জয় নিয়ে মাঠে নামে সিলেট।

অবস্থা পরিবর্তনের লক্ষ্যে মাঠে নামা দুই দলের লড়াই জমে উঠে বেশ। ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই জর্জে মানসেকে (৩) হারায় সিলেট। দ্রুত ফেরেন দারুণ ছন্দে থাকা জাকির হাসানও (৮)। ৩২ রানে হারায় ২ উইকেট।

তৃতীয় উইকেট জুটিতে অ্যারন জোনস ও রনি তালুকদার যোগ করেন ৫৬ বলে ৮০ রান। জোনস আউট হোন ৩২ বলে ৩৬ করে। তবে রনি তুলে নেন ফিফটি। থামেন ৪৪ বলে ৬৮ করে।

পরে দলকে জয়ের পথে টানেম জাকের আলি ও আরিফুল হক। দু’জনেই ব্যাট করেন ঝড়ো গতিতে। জাকের ফেরেন ১৮ দশমিক ৪ ওভারে ১৩ বলে ২৮ করে। শেষ ৪ বলে জয়ের জন্য প্রয়োজন দেখা দেয় ১২ রানের।

তবে সমীকরণ মেলাতে পারেননি আরিফুল। ৫ রান আসে এই সময়ে। আরিফুল ফেরেন ১৩ বলে ২৯ রান করে। ৪ বলে ১২ করেন সামিউল্লাহ শিনওয়ারি। থিসারা পেরেরা ও মোস্তাফিজ নেন দুটো করে উইকেট।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে : আইএসপিআর স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না : ইশরাক আলোচনার মাধ্যমে ভারতের সাথে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় সাইফ আলি খানের ওপর হামলাকারী ব্যক্তি কি আসলেও বাংলাদেশী? ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মেয়াদ বেড়েছে ৬ সংস্কার কমিশনের সেন্ট জন গীর্জায় পৌঁছেছেন ট্রাম্প ও তার পরিবার যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা কলুষিত নির্বাচন, নির্বাচনী বিরোধ ও অপরাধ অটোমেশনের দাবিতে জাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সকল