মুলতানে ইতিহাস গড়ে জিতল পাকিস্তান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:০২
রান প্রসবা মুলতান এবার দেখা দিলো ভিন্নরূপে। ব্যাটারদের রাজত্বে হানা আনলো স্পিনাররা। তাদের ভেল্কিতে নতুন ইতিহাস লেখা হলো পাকিস্তানের মাটিতে। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষ হয়েছে সবচেয়ে কম বলে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুলতানে জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১২৩ রানে। পাকিস্তান সিরিজ এগিয়ে গেল ১২৭ রানের বড় ব্যবধানে জয়ে।
মুলতানে টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৬৮ দশমিক ৫ ওভারে ২৩০ রান করে পাকিস্তান। জবাবে ক্যারিবীয়দের প্রথম ইনিংস শেষ হয় ২৫ দশমিক ২ ওভারে ১৩৭ রানে। ৯৩ রানের লিড নিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করে ৪৬ দশমিক ৪ ওভারে ১৫৭।
ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫১ রান। তবে এই রান তাড়া করতে নেমে সাজিদ খানের স্পিন বিষে নীল হয় তারা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া সাজিদ এবার নেন ৫ উইকেট। ৪ উইকেট নেন আবরার।
রান তাড়ায় ৬৮ বলে ৭ অ্যালিক অ্যাথানেজের ৫৫ রানের ইনিংসটি ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি আর কেউ। আর কেউ পারেননি ১৪ রানের বেশি করতে।
অবশ্য দিনের শুরুতে অবশ্য দাপট দেখান ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়ারিক্যান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্রেফ ৩২ রান দিয়ে ৭ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। তাতে ৩ উইকেটে ১১০ রানে দিন শুরু করা পাকিস্তান গুটিয়ে যায় আর মাত্র ৪৭ রান যোগ করতেই।
দুই ইনিংসে ক্যারিবীয়দের ২০ উইকেটের সব কটি তুলে নেন পাকিস্তানের স্পিনাররা। আর ক্যারিবীয় স্পিনাররা শিকার করেন ১৪ উইকেট। ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা সাজিদ খান।
এদিকে এই ম্যাচটা ইতিহাস হয়ে গেছে। পাকিস্তানের মাটিতে ফলাফল বের হওয়া সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট এটি। যেখানে চার ইনিংসে সব মিলিয়ে খেলা হয়েছে ১৭৭ দশমিক ২ ওভার। বলের হিসেবে ১০৬৪টি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা