১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ঘরের মাঠে হার চট্টগ্রামের, বরিশালের বড় জয়

ঘরের মাঠে হার চট্টগ্রামের, বরিশালের বড় জয় - ছবি : সংগৃহীত

ঘরের মাঠে এবার ফরচুন বরিশালের কাছে হার চট্টগ্রাম কিংসের। ব্যাট হাতে ব্যর্থতার মাসুল দিতে হলো বড় ব্যবধানে হেরে। ৩.১ ওভার হাতে রেখে বরিশালের জয় ৬ উইকেট হাতে রেখে।

রোববার দিনের প্রথম ম্যাচে ৮ উইকেটে ১২১ রান তুলে চট্টগ্রাম কিংস। জবাবে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারালেও ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তেই রিপন মন্ডল ও ফাহিম আশরাফের তোপে মাত্র ৩৯ রানে পাঁচ উইকেট হারায় চিটাগং কিংস। উসমান খানের ১৯ বাদে আর কেউ পারেননি দুই অংকের ঘরে যেতে।

৫৬ রানের মাথায় আলিস আল ইসলাম ফেরার পর আরাফাত সানির সাথে ২১ রানের জুটি গড়েন মোহাম্মদ মিথুন। ধীরস্থিরে এগোতে থাকলেও তানভীর তাকে বড় ভূমিকা রাখতে দেননি। ৩৪ বলে ৩৫ রান করে ফেরেন মিথুন।

শেষ দিকে খালেদ আহমেদের ৯ ও শরিফুল ইসলামের ৫ রান গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। আরাফাত সানি অপরাজিত থাকেন ৩৪ বলে ২৭ করে। ৩টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল। জোড়া উইকেট নেন তানভির।

জবাব দিতে নেমে চাপে পড়ে যায় বরিশালও। ৯.৩ ওভারে মাত্র ৫৩ রানে ৪ উইকেট হারায় তারা। তামিম ইকবাল ১৪ বলে ৮ করে রান আউট হন। তাওহীদ হৃদয় ১, মুশফিকুর রহিম ১১ ও মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ১৬ করে।

তবে ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে বরিশাল। ২১ বলে ২৬ রানে অপরাজিতা থাকেন মোহাম্মদ নাবি। খালদ নেন ২ উইকেট।


আরো সংবাদ



premium cement
রায়পুরায় ট্রেনের ধাক্কায় নিহত ২ যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে : মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর বিজয়ের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজশাহীকে নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর

সকল