১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

মাঠে ফিরতে অপেক্ষা বাড়ছে সৌম্য সরকারের

সৌম্য সরকার - ফাইল ছবি

বিপিএলে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি সৌম্য সরকার। চোটের কারণে মাঠে নামার অপেক্ষা বাড়ছে তার। অনুশীলনে থাকলেও সহসাই ব্যাট হাতে দেখা যাচ্ছে না তাকে। এমনকি আছে কোনো ম্যাচ না খেলার শঙ্কাও।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান সৌম্য সরকার। ছয়টি সেলাই পড়ে আঙুলে। এরপর থেকেই মাঠের বাইরে এই বাঁহাতি।

সম্প্রতি নিজ দল রংপুর রাইডার্সের সাথে যোগ দিয়েছেন সৌম্য। দলের সাথে থাকলেও ম্যাচ খেলার জন্য পরিপূর্ণ ফিট নয় তিনি। আরো কিছু সময় প্রয়োজন তার। অবস্থা বিবেচনায় তাড়াহুড়ো করতে চান না সৌম্য সরকারও।

অনুশীলনে ফিরতে পেরেই খুশি এই বাঁহাতি। বিপিএলের ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে সৌম্য বলেন, ‘সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম।’

‘আস্তে আস্তে অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সবসময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনো ওইভাবে করা হয়নি।’

সৌম্য আরো যোগ করেন, ‘পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে (ফিরতে)। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।’

উল্লেখ্য, চোটের কারণে খেলা থেকে দূরে থাকলেও সৌম্যকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বৈশ্বিক এই আসর।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে বিএনপি নেতা খুনের ঘটনায় তদন্ত কমিটির স্বাক্ষ্য গ্রহণ পালিয়ে যাওয়া স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই : রফিকুল ইসলাম খান গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান ঢাকায় পুলিশ পরিচয়ে অপহৃত, কুষ্টিয়ায় উদ্ধার : গ্রেফতার ৬ মুফতি কাজী ইব্রাহিমের ওপর হামলাকারীকে গ্রেফতার দাবি সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩ রাজনৈতিক দলগুলোর আন্তঃসংলাপ জরুরি রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু আ’লীগ ১৬ বছর আলেমদের ওপর জুলুম করেছে : মামুনুল হক চাঁপাই সীমান্তে উত্তেজনা, এক দিনে যা যা হলো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন ফিলিস্তিনিরা

সকল