১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

সম্মিলিত প্রচেষ্টায় চ্যালেঞ্জিং পুঁজি রাজশাহীর

সম্মিলিত প্রচেষ্টায় চ্যালেঞ্জিং পুঁজি রাজশাহীর - ছবি : সংগৃহীত

দলীয় প্রচেষ্টার দারুণ সমন্বয় দেখা গেল দুর্বার রাজশাহীর ইনিংসে। সবার ছোট ছোট ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং পুঁজিই পেয়েছে দলটি। সিলেটের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে তুলেছে ১৮৪ রান।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে টসে জিতে আগে ব্যাট করতে নামে রাজশাহী। উদ্বোধনী জুটিতে আশা দেখাচ্ছিলেন মোহাম্মদ হারিস ও জিশান আলম। ৩.১ ওভারে এসে হারিস ফেরেন ১৪ বলে ১৯ রানে।

পাওয়ার প্লে শেষ করে ফেরেন জিশান। তাকে থামতে হয় রনি তালুকদারের দারুণ ক্যাচে পরিণত হয়ে ১৮ বলে ২০ করে। এনামুল হক বিজয়ও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি, ২২ বলে ৩২ করতেই শেষ হয় ইনিংস।

রায়ান বার্ল ও ইয়াসির আলি মিলে ১২৬ রানে পৌঁছান দলকে। ইয়াসির ফেরেন ১০ বলে ১৯ করে। বার্লকেও থামতে হয় দেড় শ’ পাড়ি দিতেই, ২৭ বলে ৪১ রানে। শেষ দিকে মৃত্যুঞ্জয় ১২ ও আকবর আলি করেন অপরাজিত ১৪ রান।

শেষ ওভারে রুয়েল মিয়ার বিপরীতে বেশ ধুঁকেছেন আকবর। অন্যথায় আরো বড় পুঁজি পেতে পারতো, শেষ ওভারে এক ওয়াইডসহ আসে মাত্র ২ রান। রুয়েল ৩, নাহিদুল ইসলাম ও নিহাদুজ্জামান নেন ২টি করে উইকেট।


আরো সংবাদ



premium cement