১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

রাজশাহী শিবিরে নতুন দুই বিদেশী ক্রিকেটার

- ছবি : সংগৃহীত

বিপিএলে পারিশ্রমিক নিয়ে বিতর্কের মাঝেই নতুন ক্রিকেটার আনছে দুর্বার রাজশাহী। আসছেন আরো দুই বিদেশী। মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, সামারাকুনদের সাথে যোগ হবেন ক্যারিবীয় মার্ক দেয়াল ও আফগান আফতাব আলম।

সিলেটের বিপক্ষে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। একটা জয়ের অপেক্ষায় তারা। তবে এখন পর্যন্ত খুব একটা ভালো নেই এনামুল হক বিজয়ের দল। ৬ ম্যাচে মাত্র ২ জয় তাদের। আছে পয়েন্ট টেবিলের নিচের দিকে।

এমতাবস্থায় দলকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করতে চেষ্টার কমতি রাখছে না রাজশাহী। দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মার্ক স্টেফেন দেয়াল ও আফগান পেসার আফতাব আলমকে। দু’জনেই ইতোমধ্যে ঢুকে গেছেন আজকের ম্যাচের একাদশে।

ক্যারিবীয় এই অলরাউন্ডার এখন পর্যন্ত একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছেন। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, শারজাহ ওয়ারিয়র্স, নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের মতো দলে খেলেছেন তিনি। খেলেছেন বিপিএলের দল খুলনা টাইগার্সের হয়েও।

অন্যদিকে পেসার আফতাব ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন। মাঠ মাতিয়েছেন এলপিএল ও এপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও। তবে প্রথমবারের মতো এসেছেন বিপিএলে।


আরো সংবাদ



premium cement