১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

ফের তামিম বিতর্ক, এবার রাগলেন বিসিবি সভাপতির ওপর

-

এবারের বিপিএলে বিতর্ক পিছু ছাড়ছে না তামিম ইকবালের। মাঠ কিংবা মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় নিয়মিত শিরোনাম হচ্ছেন তিনি। এলেক্স হেলসের সাথে বিবাদে জড়িয়ে শুরু, গতকাল মেজাজ হারান সাব্বির রহমানের ওপর।

গতকাল বৃহস্পতিবার খেলা চলাকালীন সাব্বির রহমানের ওপর মেজাজ হারিয়ে যে বাজে মন্তব্য করেন তামিম, তাতে রীতিমতো চমকে উঠেছেন সমর্থকেরা। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাভ তামিম ইস্যুতে।

তবে সেখানেই শেষ নয়, ম্যাচ শেষেও শান্ত হয়নি তামিমের মেজাজ। নিজে ম্যাচ সেরা হলেও পুরস্কার নিজে না নিয়ে সতীর্থ নাজমুল হোসেন শান্তকে দিয়ে নেওয়ান তিনি। যা বেশ বিরল ঘটনাই বটে।

ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তামিম। ৪৮ বলে ৬১ রান করে দলকে জয় এনে দেয়ার নায়ক ছিলেন এই ব্যাটার। ফলে ম্যাচ সেরাও হন তিনি। তবে ম্যাচ সেরার সেই পুরস্কার তামিম নিজে গ্রহণ করেননি।

যার পেছনের কারণ হলো অপেক্ষা। পুরস্কার বিতরণী মঞ্চের পাশে অনেকক্ষণ অপেক্ষা করেছেন তামিম। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও পুরস্কার দিতে কেউ না আসায় বিরক্তি নিয়ে ড্রেসিং রুমে চলে যান তামিম ইকবাল। ফলে পুরস্কার নেন শান্ত।

উল্লেখ্য, ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালসের সেই ম্যাচে পুরস্কার বিতরণ করেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।


আরো সংবাদ



premium cement

সকল