১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

চট্টগ্রামের দাপুটে জয়, খুলনার টানা হার

খুলনার বিপক্ষে কিংসদের জয় ৪৫ রানে - ছবি : নয়া দিগন্ত

টানা দু’ জয়ে আসরে শুভ সূচনা করেছিল খুলনা। তবে এরপর যেন জয়ের মুখ দেখতেই ভুলে গেছে টাইগার্সরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বড় ব্যবধানে হেরেছে চট্টগ্রাম কিংসের বিপক্ষে। যা দলটার টানা চতুর্থ হার।

দু’ দিনের বিরতিতে মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকা, সিলেট হয়ে এবার চার-ছক্কার এই হাঁট বসেছে বন্দরনগরী চট্টগ্রামে। ঘরের মাঠে প্রথম ম্যাচেই সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছে স্বাগতিকেরা। খুলনার বিপক্ষে কিংসদের জয় ৪৫ রানে।

এ দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিকরা। চট্টগ্রামকে বড় পুঁজি এনে দেন গ্রাহাম ক্লার্ক। খেলেন ৫০ বলে ১০১ রানের ইনিংস। সুবাদে ৭ উইকেটে ২০০ রান তুলে তারা।

জবাবে ৯ উইকেট হারিয়ে কোনো রকমে ১৫৫ রান পর্যন্ত তুলে খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৭ রান করেন দরবেশ রাসুলি। আরাফাত সানি ৩, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ নেন দু’টি করে উইকেট।

জবাব দিতে নেমে ৮.৩ ওভারে মাত্র ৭১ রানে ৫ উইকেট হারায় খুলনা। যেখানে আফিফ হোসেন ১৫ বলে ২০ ও মেহেদী মিরাজের ছিল ৮ বলে ১৯ রান। সেখান থেকে নাওয়াজকে নিয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখালেও তা পূরণ করতে পারেননি রাসুলি।

নাওয়াজের ২০ বলে ২৫ ও মাহিদুল ইসলামের ১২ বলে ১৮ রান কেবল ব্যবধান কমায়। শেষ দিকে ১২ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।

এর আগে, চট্টগ্রামের হয়ে গ্রাহাম ক্লার্ক খেলেন ৫০ বলে ১০১ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন পারভেজ ইমন। তার সাথে ক্লার্কের জুটি হয় ৬৩ বলে ১২৮ রানের। যেখানে ক্লার্কই করেন ৪১ বলে ৮৯।

১৩ বলে ১৬ রান করেন শামিম পাটোয়ারি। ১১ রানে অপরাজিত থাকেন মিথুন। সমান তিনটি করে উইকেট নেন সালমান ইরশাদ ও মোহাম্মদ নাওয়াজ।


আরো সংবাদ



premium cement

সকল