এক ম্যাচ পর মুদ্রার উল্টা পিঠ দেখল ঢাকা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯, আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:০৫
এক ম্যাচ পরই মুদ্রার উল্টা রূপ দেখল ঢাকা। আগের ম্যাচেই যেখানে উদ্বোধনী জুটিতে গড়েছিল রেকর্ড, তুলেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসের সর্বোচ্চ পুঁজি, সেখানে আজ খেলতে পারেনি পুরো বিশ ওভারও!
দু’দিনের বিরতিতে মাঠে ফিরেছে বিপিএল। ঢাকা, সিলেট হয়ে এবার চার-ছক্কার এই হাঁট বসেছে বন্দরনগরী চট্টগ্রামে। তবে প্রথম ম্যাচে চার-ছক্কার তেমন দেখা মেলেনি। ঢাকার ইনিংস থেমেছে ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে।
ফরচুন বরিশালের বিপক্ষে এদিন টসে জিতে আগে ব্যাটিং নেয় ঢাকা। তবে শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে তারা। শুরুতে তানজিদ তামিম ও শেষ দিকে আফগান রিক্রুট ফরমানউল্লাহ শাফি জ্বলে না উঠলে আরো কম রানেই গুটিয়ে যেতে পারতো ঢাকা।
উদ্বোধনী জুটিতে এদিন ৩১ রান তুলে ঢাকা। ১৭ বলে ১৩ রান করে রিপন মণ্ডলের শিকার হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস। পরের ওভারে মুনিম শাহরিয়ারও বিদায় নেন। রানের খাতাও খুলতে পারেননি তিনি।
বিপদ আরো বাড়ে পিয়েরে কোতজের (৮) বিদায়ে। মাত্র ৪৮ রানে ৩ উইকেট হারায় ঢাকা। সাব্বির রহমানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান তামজিদ তামিম। কিন্তু তানভীর ইসলাম ৩০ রানের জুটি ভাঙেন।
১০ বলে ১০ রান করে আউট হন সাব্বির। দুই বল পর অধিনায়ক থিসারা পেরেরাও বিদায় নেন। রানের খাতা খুলতে পারেননি ঢাকার অধিনায়ক। ৭৮ রানে পঞ্চম উইকেট হারায় ঢাকা। তানজিদ তামিম ও মোসাদ্দেক হোসেন মিলে দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছান।
১১ বলে ১১ রান করে তানভীরের শিকারে পরিণত হন মোসাদ্দেক। পরের ওভারে বড় ধাক্কা খায় ঢাকা। ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে তানজিদ করেন ৪৪ বলে ৬২ রান। ডি সিলভা ১ রান করে হন রান আউটের শিকার।
শেষ দিকে ফরমানউল্লাহ ১৬ বলে ২২ রান। বরিশালের পক্ষে ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তানভীর। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা