১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

সমাধান হয়েছে বিতর্কের, মাঠে নামছেন ক্রিকেটাররা

- ছবি : নয়া দিগন্ত

সমাধান হয়েছে বিতর্কের। দুই পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিমান ভেঙেছে ক্রিকেটারদের। সব শঙ্কা উড়িয়ে মাঠে ফিরছেন তারা।

আজ বৃহস্পতিবার থেকে নিয়মতান্ত্রিক কার্যক্রমে অংশ নেবেন।

এর আগে, গতকাল বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে নির্ধারিত সময়ে মাঠে আসেননি কেউ। সকাল পৌনে ১১টার দিকে জানানো হয়, অনুশীলন বাতিল করা হয়েছে।

কী কারণে হঠাৎ অনুশীলন বন্ধ, তা খুঁজতে গিয়ে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা। দিয়েছেন ম্যাচ বর্জনের হুমকিও।

ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, ১৫ জানুয়ারি ছিল তাদের পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করার শেষ দিন। কিন্তু সকালে দুই ক্রিকেটার ব্যাংকে চেক নিয়ে দেখেন অ্যাকাউন্টে টাকা নেই। চেক বাউন্স হওয়ায় ক্ষোভে তারা অনুশীলন না করার সিদ্ধান্ত নেন।

রাজশাহীর ক্রিকেটারদের পেমেন্ট না পাওয়ায় নড়েচড়ে বসেছেন বিসিবি সভাপতি ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ। বুধবার রাতেই চট্টগামে দলটির ম্যানেজমেন্টের সাথে বৈঠকে বসেন তারা।

এর মধ্যেই দলটার পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকে টাকা জমা হবে আজ সকালে। তাই দুই ক্রিকেটার বুধবার ব্যাংকে চেক জমা দিলে তা বাউন্স হয়। তবে বিদেশী ক্রিকেটার ও কোচের ২৫ শতাংশ বেতন এক সপ্তাহ আগেই হয়ে গেছে।

সব মিলিয়ে গেল রাতের মধ্যেই সব সমস্যার সমাধান করে বিসিবি। যার কারণে আজ ক্রিকেটারা অনুশীলনে ফিরবেন বলে জানানো হয়েছে। যদিও ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়া হয়েছে কি না সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।

উল্লেখ্য, আজ সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে দুর্বার রাজশাহী। পর দিন শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে তারা।


আরো সংবাদ



premium cement
ব্যবসায়ী ও সমাজসেবক ইসহাক দুলালের মুক্তির দাবি আখাউড়ায় মাটির নিচ থেকে মর্টারশেল উদ্ধার প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি সীমান্ত হত‍্যা রুখে দেয়ার জন‍্য অভ‍্যুত্থান হয়েছে : সারজিস আলম টিউলিপ সিদ্দিককে ‘দুনীতিগ্রস্ত’ বললেন ইলন মাস্ক রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারামুক্ত গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন জাতিসঙ্ঘ প্রধান ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে ভারত, অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে’ গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার শিশুর বাম চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার : চিকিৎসক গ্রেফতার

সকল