পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:০২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের বিতর্ক। পারিশ্রমিক নিয়ে টালবাহানায় মাঠে নামছেন না দুর্বার রাজশাহীর ক্রিকেটারটা। যদিও মূল ম্যাচ নয়, আনুষ্ঠানিক অনুশীলনে আসেননি এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটা।
বিতর্ক পিছু ছাড়ছে না বিপিএলের। বরাবরই নতুন শুরুর ঘোষণা দিলেও সব কিছু সামলে উঠতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এখন পর্যন্ত অনেক কিছু মন্দের ভালো হলেও শেষ রক্ষা হলো না।
বিপিএলের দ্বাদশ আসরে ইতোমধ্যে শেষ হয়েছে অর্ধেকের বেশি ম্যাচ। রাজশাহীও খেলে ফেলেছে ছয় ম্যাচ। যেখানে তাদের জয় মাত্র দু’টি। এই যখন মাঠের অবস্থা, তখন হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে ভেতরের পরিবেশ। অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা।
চট্টগ্রাম পর্ব সামনে রেখে আজ বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ে অনুশীলনে আসেননি ক্রিকেটাররা।
এরপর বেলা পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।
দলের তরফ থেকে এর কারণ জানানো না হলেও স্কোয়াডে থাকা এক ক্রিকেটার জানান অনুশীলনে না আসার কারণ। তিনি জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি ক্রিকেটাররা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশীদের পাশাপাশি দলটির কোনো বিদেশী ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি।
রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব অপির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা