১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার

জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার - ছবি : সংগৃহীত

জয়ের ধারা ধরে রাখলো সিলেট। ঘরের মাঠে তুলে নিলো টানা দ্বিতীয় জয়। জাকির হাসানের ৭৫ ও রনি তালুকদারের ফিফটিতে বড় পুঁজি নিয়ে হারিয়েছে খুলনাকে। যা আসরে খুলনার টানা দ্বিতীয় হার।

রোববার দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে সিলেট মুখোমুখি হয় খুলনা টাইগার্সের। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান তুলেছে সিলেট। জবাবে ৯ উইকেটে ১৭৪ রান পর্যন্ত তুলতে পারে খুলনা। সিলেট জয় পায় ৮ রানে।

অবশ্য জবাব দিতে নেমে শুরুতে চাপে পড়ে যায় খুলনা। উইলিয়াম বসিস্তো ছাড়া দাঁড়াতে পারেনি টপ অর্ডারের কেউ। মোহাম্মদ নাইম ৯ বলে ১১, ইমরুল কায়েস ৩ বলে ২, দরবেশ রাসুলি ও মেহেদী মিরাজ আউট হন সমান ১৫ রান করে।

বসিস্তো রানের দেখা পেলেও ছিল না তেমন গতি। ১৩ দশমিক ২ ওভারে দলকে ৯৮ রানে রেখে ফেরেন ৪০ বলে ৪৩ করে। তিন অংকের আগেই পাঁচ উইকেট হারানো দলকে টানেন মোহাম্মদ নাওয়াজ। তার ১৮ বলে ৩৩ রানে ম্যাচে ফিরে খুলনা।

এরপর জিয়াউর রহমান (৪) রান আউট হয়ে ফিরলেও মাহিদুল ইসলাম অঙ্কন জ্বলে উঠেন। আবু হায়দার রনিকে নিয়ে ১৪ বলে ৩৫ রান যোগ করে জয়ের সম্ভাবনা জাগান। তবে শেষ ওভারে ১৯ রানের সমীকরণ আর মেলানো যায়নি।

রনি ৬ বলে ১৪ ও মাহিদুল ইসলাম করেন ১৬ বলে ২৮ রান। জোড়া উইকেট করে নেন রিস টপলি, তানজিম সাকিব ও রুয়েল মিয়া।

এর আগে টসে হেরে শুরুটা ভালো ছিল না সিলেটেরও। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তুলে মাত্র ২১ রান। রাহকিম কর্নওয়াল এইদিনও ব্যর্থ ছিলেন (৪), ২ রান করে ফেরেন জর্জে মানসে। তবে সেখান থেকে ৬২ বলে ১০৬ রানের জুটি গড়েন রনি ও জাকির।

রনি তালুকদার দেখেশুনে খেললেও জাকির শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ৪৪ বলে ৫৬ রান করা রনিকে ফেরান আবু হায়দার রনি। এরপর অ্যারন জোন্স ৬ বলে ২০ করে রানের গতি বাড়ান। জাকির আলি গোল্ডেন ডাক মেরে ফিরেন।

শেষদিকে আরিফুল হকের সাথে মিলে ২২ বলে ৩২ রান যোগ করেন। আরিফুল ১৩ বলে করেন ২১* রান। জাকির অপরাজিত থাকেন ৩ চার ৫ ছক্কায় ৪৬ বলে ৭৫ রানে। জোড়া উইকেট করে নেন জিয়াউর ও আবু হায়দার।


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল