১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

প্রথম জয়ের জন্য ঢাকার পুঁজি ১৯৩

ঢাকার পুঁজি দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৯৩ - ছবি : নয়া দিগন্ত

আগের ম্যাচে রানে ফিরেছিলেন সাব্বির রহমান। এবার রানের দেখা পেয়েছেন লিটন দাস। চেনা রূপেই নান্দনিক সব শট উপহার দেন। খেলেন ৪৩ বলে ৭৩ রানের ইনিংস। এদিকে আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন মুনিম শাহরিয়ারও। এতে ঢাকার পুঁজি দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৯৩।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আসরে প্রথম জয়ের খুঁজে থাকা দু’ দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে টসে জিতে আগে ব্যাট করতে নামে ঢাকা।

তানজিদ হাসান তামিম ৪ বলে ৬ রান করে কর্নওয়ালের শিকার হন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৯১ বলে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন লিটন আর মুনিম।

৪৩ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। মুনিম করেন ৪৭ বলে ৫২ (৭ চার আর ১ ছক্কায়)। শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ আর থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানে বড় পুঁজি গড়ে ঢাকা।

সিলেটের রাহকিম কর্নওয়াল ২৭ রান খরচায় নেন তিনটি উইকেট। একটি করে উইকেট শিকার তানজিম হাসান সাকিব আর রিস টপলের।


আরো সংবাদ



premium cement