১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

খুলনার প্রথম হার, জয়ের ধারায় ফিরল রাজশাহী

খুলনার প্রথম হার, জয়ের ধারায় ফিরল রাজশাহী - ছবি : সংগৃহীত

আসরে প্রথম হারের স্বাদ পেল খুলনা টাইগার্স। তৃতীয় ম্যাচে এসে দুর্বার রাজশাহীর কাছে হেরেছে মেহেদী মিরাজের দল। ছন্নছাড়া ব্যাটিং পারফরম্যান্সে গুটিয়ে গেছে ৩ বল আগেই, খুলনার হার ২৮ রানে।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৮ রান তুলে রাজশাহী। জবাবে ১৫০ রানেই গুটিয়ে যায় খুলনা। টানা দু’ হারের পর জয়ের স্বাদ পায় রাজশাহী।

আসরের প্রথম দু’ ম্যাচেই জিতেছিল খুলনা। সেই ধারা ধরে রাখতে তাদের করতে হতো ১৭৯ রান। তবে সেই লক্ষ্যে শুরুতেই ধাক্কা খায় খুলনা। উইলিয়াম বসিস্তো ফেরেন ৬ রান করে। মেহেদী মিরাজও ১ রানের বেশি করতে পারেননি।

মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন হাল ধরার চেষ্টা করলেও কমে আসে রানের গতি। নাইম ২৮ বলে ২৪ ও আফিফ ৩০ বলে করেন ৩৩ রান। মাহিদুল ইসলাম ও ইমরুল কায়েস ঝড়ের আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি।

মাহিদুল ১১ বলে ১৮ ও ইমরুল কায়েস ফেরেন ৬ বলে ১৭ রানে। এখানেই শেষ হয় খুলনার জয়ের আশা। শেষ দিকে নাসুম আহমেদ ১৮ রান করলেও তা কেবল ব্যবধান কমায়। দু’টি করে উইকেট নেন রায়ান বার্ল, তাসকিন আহমেদ ও সোহাগ গাজি।

এর আগে, মোহাম্মদ হারিস (২৭) ও জিশান আলমের (২৩) ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় রাজশাহী। এনামুল হক বিজয় এ দিন ব্যর্থ হলেও রায়ান বার্ল ও ইয়াসির আলি মিলে গড়েন ৫১ বলে ৮৮ রানের জুটি।

ইয়াসির ২৫ বলে ৪১ করে ফিরলেও বার্ল অপরাজিত থাকেন ২৯ বলে ৪৮ রানে। আর শেষ দিকে নেমে ৯ বলে ঝড়ো ২১ রানের ইনিংস খেলেন আকবর আলি। ২ উইকেট নেন নাসুম আহমেদ।


আরো সংবাদ



premium cement