জাতীয় দলে ফিরতে সময় চেয়েছেন তামিম
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:১৮
আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ভক্ত-সমর্থকদের হতচকিত করে দেন তামিম ইকবাল। তবে একদিন পরেই ফের অবসর ভেঙে ফেরেন ক্রিকেটে। তবে ফেরাটাও যেন অনেকটা না ফেরার মতোই।
প্রত্যাবর্তনের পর মাত্র একটা আন্তর্জাতিক ওয়ানডে খেলেন তামিম ইকবাল। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর গায়ে জড়াননি জাতীয় দলের জার্সি। তবে এরপর আর আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায়ও জানাননি তিনি।
এমতাবস্থায় চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তামিম থাকবেন কিনা দলে, সেটা এখন তামিমের উপরই নির্ভর করছে। তবে সেই সিদ্ধান্ত জানাতে হবে তামিমকে দ্রুতই। ভাবার জন্য খুব বেশি সময় পাচ্ছেন না তিনি।
আগামী ১২ জানুয়ারির মাঝে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দল আইসিসিতে পাঠাতে হবে বিসিবিকে। ফলে বিসিবিও তাড়াহুড়োয় আছে। সুবাদে গতকাল সিলেটেই তামিমের সাথে আলোচনায় বসেন নির্বাচক কমিটির সদস্যরা।
দুই দফা আলোচনায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন প্রস্তাব দেন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার। প্রথমে তামিম নির্বাচকদের জানিয়ে দেন, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। তবে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিছুটা সময় চেয়েছেন।
এ প্রসঙ্গে গ্র্যান্ড সিলেটের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বুধবার গাজী আশরাফ হোসেন বলেন, ‘আলোচনার সাথে সাথে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
এ দিকে অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় তামিমের ফিটনেস নিয়েও আছে শঙ্কা। তবে প্রধান নির্বাচকের এই নিয়ে কোনো সংশয় নেই, ‘তামিম এনসিএল খেলেছে, বিপিএলে খেলছে। তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। আমরা সবাই তার ফেরার জন্য মুখিয়ে ছিলাম। যেকোন সময় আমাদের দিক থেকে আমরা তাকে স্বাগত জানাব।’
উল্লেখ্য, দিন দু'য়েক আগে সম্প্রতি শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তামিম ইকবাল আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বলে জানিয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা