বিপিএলের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সিলেটের দর্শকরা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ২২:৩৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন সিলেটের দর্শকরা। সিলেটের দর্শকরা বলছেন, ঢাকার মতো সিলেট পর্বের ব্যবস্থাপনায় টিকিট নিয়ে কোনো অভিযোগ নেই। মাঠের পরিবেশ নিয়েও খুশি তারা।
এর আগে রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, বিপিএল নিয়ে ঢাকার মতো আর কোনো অভিযোগ শুনতে চাই না। এজন্য আমরা সিলেট পর্ব থেকেই দর্শকদের খুশি রাখার বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছি।
সোমবার (৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ পর্ব শুরু হয়।
স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব। এদিন দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী।
সিলেটে বিপিএল পর্বের প্রথম ম্যাচে রংপুরের কাছে স্বাগতিক সিলেট হেরেছে ৮ উইকেটে। এদিন সিলেট হারলেও দর্শক গ্যালারি ছিল ভরপুর। গ্যালারিজুড়ে ছিল সিলেট স্ট্রাইকার্সে প্ল্যাকার্ড, উৎসবের আমেজ।
দর্শক সরওয়ার হোসেন রনি বলেন, সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনা, টিকেট বিক্রি প্রক্রিয়া থেকে মাঠের পরিবেশ সবই ছিল দেখার মতো। ঘরের মাঠে সিলেট জিতবে বলে ধারণা করেছিলাম। ভালো রান করেও শেষ পর্যন্ত হারতে হলো রংপুরের কাছে।
এবারের বিপিএলে দর্শকদের সুবিধার জন্য বিভিন্ন আয়োজন রেখেছে বিসিবি। সিলেট স্টেডিয়ামের প্রবেশ মুখে দর্শকদের জন্য রাখা হয়েছে শহীদ মুগ্ধের নামে পানি কর্নার। এছাড়া গ্যালারি ও মাঠের বাইরে পানির কর্নার দেয়া হয়েছে। এতে দর্শকরা বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারবে। পাশাপাশি এবারের আয়োজনকে পরিবেশবান্ধব ও প্লাস্টিক বোতলমুক্ত রাখা হয়েছে।
এছাড়া জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের খেলা দেখার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। তাদের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডে রয়েছে বিশেষ জোন। আন্দোলনে আহত রেজাউল ইসলাম নাহিদ খেলা দেখতে এসে খেলা দেখার জন্য এমন বিশেষ ব্যবস্থা রাখায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সিলেট পর্বে এবারের আসরে মোট ১২ ম্যাচ হবে। ঢাকার তুলনায় সিলেটে বেশি রান হয়। আজ প্রথম ম্যাচেই ২০৫ রানকে সামনে রেখে জয় পেয়েছে রংপুর রাইডার্স।