০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

হেসেখেলেই সিলেটকে উড়িয়ে দিলো রংপুর

- ছবি : সংগৃহীত

রান পাহাড় তুলেও পার পেল না সিলেট। ঘরের মাঠে চেনা দর্শকদের সামনেও ভাগ্য বদলাতে পারলো না তারা। এলেক্স হেলসের দুর্দান্ত শতক আর সাইফ হাসানের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে টানা চতুর্থ জয় তুলে নিলো রংপুর।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ তুলে তারা। জবাবে ১৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স।

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই উদ্বোধনী জুটি ভাঙে রংপুরের। আজিজুল হাকিম এই ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি। তবে এলেক্স হেলস ও সাইফ হাসান মিলে সেই ধাক্কা সামলে উঠেন সহজেই।

১৭.৫ ওভারে এই জুটি ভেঙে সাইফ হাসান যখন ফেরেন, নামের পাশে তখন ৩ চার ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান। তাতে ভাঙে হেলসের সাথে তার ১৮৮ রানের জুটি। দু’জনে মিলে অনেকটা তাণ্ডব চালান সিলেটের বোলারদের ওপর।

জয়ের খুব কাছাকাছি চলে গিয়ে সাইফ ফিরলেও শেষ কাজটা করেন হেলস। ৫৬ বলে ১০ চার এবং ৭ ছক্কায় অপরাজিত থাকেন ১১৩ রানে। ইফতিখার ৪ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। সিলেটের হয়ে তানজিম সাকিব ২৩ রানে নেন ২ উইকেট।

এর আগে সিলেটকে এদিন লাক্কাতুরায় শুভসূচনা এনে দেন রনি তালুকদার-জর্জ মানসি জুটি। পাঁচ ওভারে ৪৭ রান তোলার পর এই জুটি ভাঙে। ১৮ করে আউট হোন মানসি। রনি ততক্ষণে ঝড় তুলতে শুরু করেন।

প্রথমে দেখেশুনে খেললেও খানিক বাদে সেই ঝড়ে যোগ দেন জাকির। দলকে ৮৮ রানে রেখে নবম ওভারে আউট হোন রনি। ফেরার আগে ৩২ বলে ৫৪ রান করেন তিনি।

রনির বিদায়ের পর পল স্টার্লিং ক্রিজে আসেন। তবে থিতু হতে পারেননি (১৬)। তবে অ্যারন জোনসের সাথে জমে উঠে জাকিরের জুটি। ১৮.৩ ওভারে জাকির ৩৮ বলে ৫০ করে ফিরলে থামে যুগলবন্দী।

তবে শেষ ওভারে জোন্স ও জাকের আলি মিলে তুলেন ২৭ রান। আকিফ জাভেদকে ৩টি ছক্কা মারেন জাকের, একটা মারেন জোন্স। তাতে ২০০ পার হয় সিলেটের সংগ্রহ। ২ উইকেট নেন সাইফউদ্দিন।


আরো সংবাদ



premium cement
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত পিএসএলে বাংলাদেশী ক্রিকেটাররা যে ক্যাটাগরিতে আছেন শেখ হাসিনাসহ সাবেক ৩৪৪ এমপির নামে মামলার আবেদন ফেনীর ফালাহিয়া মাদরাসায় ফাজিলে ৪ বিষয়ে অনার্স কোর্স চালু সিলেটে তাফসির মাহফিল শুরু হচ্ছে কাল, শনিবার থাকছেন আজহারী অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া বেশি ম্যাচ খেলাকেই দায়ী করলেন আলফাজ আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টারের নামকরণ জুলাই আন্দোলনে আহতদের দেখতে ইবনে সিনা হাসপাতালে গেলেন চিফ প্রসিকিউটর এবার হোম অর অ্যাওয়েতে হবে সাফ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

সকল