০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম, জানালেন আফ্রিদি

বিদেশী খেলোয়াড়ের সাথে শহীদ আফ্রিদির নৈশভোজ, সাথে তামিম - ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল নেই অনেক দিন। তবে আলোচনার কমতি ছিল না কোনো কালেই। ‘খেলায় ফিরছেন’ এমন গুঞ্জন অহরহই ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তার অপেক্ষা যেন শেষ হয় না।

ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও জাতীয় দলে তামিমকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখনো দোদুল্যমান তার ভাগ্য। ঠিক কবে ফিরবেন লাল-সবুজ জার্সিতে, তা যেন কোটি টাকার প্রশ্ন। আদৌ ফিরবেন তো?

তবে তার হয়ে যেন সেই প্রশ্নের উত্তর দিলেন শহীদ আফ্রিদি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অপেক্ষায় রাখলেও চট্টগ্রাম কিংসের মেন্টর হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসা পাকিস্তানি এই অলরাউন্ডারকে তামিম জানিয়েছেন তার ইচ্ছের কথা। জানিয়েছেন নিজের সিদ্ধান্ত।

শনিবার (৪ জানুয়ারি) শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভ্লগ ভিডিওতে তামিমের এ অবসরের খবর জানা গেছে।

বিপিএল খেলতে আসা বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ের সাথে শহীদ আফ্রিদির নৈশভোজে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। সেই সময়ে ধারণকৃত ওই ভ্লগ ভিডিওতে দেখা যায়-

রাতের খাবার গ্রহণের সময় আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? শেষ?’ জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে...জাতীয় দলে আর খেলছি না।’

এ সময় আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও তার অবসর পরিকল্পনা জানান। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেবেন, এরপর শুধু টি-টোয়েন্টিই খেলবেন।’ এ সময় মজার ছলে আফ্রিদি বলেন, ‘এখনও তো তরুণ তুমি, খেলতে থাকো, অবসর নেয়ার কী প্রয়োজন।’

প্রসঙ্গক্রমে ঢাকা প্রিমিয়ার খেলার স্মৃতিচারণা করেন আফ্রিদি। তামিমকে উদ্দেশ করে বলছিলেন, ‘১৯৯৭-৯৮ সালে প্রথম ঢাকা এসেছিলাম। যখন তোমাদের লিগ চলতো।’ সেই সময় বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে গ্যালারি ভরা দর্শক ছিল, আফ্রিদি সেটাও মনে করিয়ে দেন।


আরো সংবাদ



premium cement