সিডনি টেস্টে দাপট দেখাচ্ছে ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮
জমে উঠেছে সিডনি টেস্ট। ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা ঠিকই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ফলে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসে গেছে ভারত। চাপে স্বাগতিক অস্ট্রেলিয়া।
পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। তবে ৭২.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৮৫ রানেই থামে তারা।
জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি অজিরাও।
অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ৫১ ওভারে ১৮১ রানেই। ৪ রানের অবিশ্বাস্য লিড পায় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে রিশাভ পান্তের ঝড়ো ৩৩ বলে ৬১ রানের ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। তাদের লিড এখন ১৪৫।
অবশ্য পান্তের ৬১ ছাড়া ভারতের বোর্ডে বলার মতো স্কোর নেই। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। বোল্যান্ডের তোপে মাত্র ৭৮ রানে হারায় ৪ উইকেট। লোকেশ রাহুল ১৩, যশস্বী জয়সাওয়াল ২২, শুভমান গিল ১৩ ও বিরাট কোহলি ফেরেন ৬ রান করে।
এরপর জাদেযাকে নিয়ে পান্ত দলকে তিন অংকের ঘরে পৌঁছালেও জাদেযার করতে হয়নি তেমন কিছু। ভারতীয় এই অলরাউন্ডার অপরাজিত আছেন ৩৯ বলে ৮ করে। মাঝে নীতিশ কুমার রেড্ডি আউট হোন ২১ বলে ৪ রানে। বোল্যান্ড নিয়েছেন ৪ উইকেট।
এর আগে ৯ রানে ১ উইকেট নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়াকে চেপে ধরেন ভারতীয় বোলাররা। বুমরাহ ও সিরাজ মিলে মাত্র ৩৯ রানেই তুলে নেন ৪ উইকেট। লাবুশানে ২ করে বুমরাহ, স্যাম কনটাস্ট (২২) ও ট্রাভিস হেডকে (৪) ফেরান সিরাজ।
সেই ধাক্কা সামলে ইনিংস মেরামতের কাজ শুরু করেন বো ওয়েবস্টার ও স্টিভেন স্মিথ। পঞ্চম উইকেটে ৯২ বলে ৫৭ রানের জুটি গড়েন দু’জন। মধ্যাহ্নভোজ বিরতির কিছুক্ষণ আগে প্রসিধ কৃঞ্চার বলে স্মিথ ফেরেন ৩৩ রানে।
এরপর অ্যালেক্স ক্যারির সাথে ষষ্ঠ উইকেটে ৪১ ও কামিন্সের সাথে সপ্তম উইকেটে ২৫ রান যোগ করেন তিনি। মাঝে ইনিংসের একমাত্র ফিফটিও তুলে নেন ওয়েবস্টার। ১০৭ বলে ৫৭ করে নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি।
ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিরাজ ও প্রসিধ। ২টি করে উইকেট নিয়েছেন নীতিশ ও বুমরাহ। তবে ভারতের জন্য খারাপ খবর, অধিনায়ক বুমরাহ চোটে পড়ে মাঠ ছেড়েছেন। এমনকি হাসপাতালেও যেতে হয়েছে তাকে।
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি সিরিজে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই ভারতের। অন্যদিকে হার এড়ালেই সিরিজ নিশ্চিতের পাশাপাশি সাদা পোশাকের বিশ্বকাপ ফাইনালের পথ সুগম হবে অস্ট্রেলিয়ার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা