০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

‘৭ উইকেট’ ছেলেকে উৎসর্গ করলেন তাসকিন

তাসকিনের ছেলে তাসফিন আহমেদ রিহান - ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেকর্ড বইয়ে ঝড় তোলা ‘৭ উইকেট’ ছেলে তাসফিন আহমেদ রিহানকে উৎসর্গ করেছেন তারকা পেসার তাসকিন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই এই ৭ উইকেট শিকার করেন তিনি। ৪ ওভারে তিনি খরচ করেছেন মাত্র ১৯ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে এটিই সেরা বোলিং। বিপিএল-এর ইতিহাসেও এর আগে কোনো বোলার এক ম্যাচে পাননি ৭ উইকেট।

প্রথম দু’ ওভারে একটি করে উইকেট নেয়া তাসকিন তৃতীয় ওভারে নেন আরো দু’টি। এরপর শেষ ওভারে চার বলে তিন উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেয়া বিশ্বের তৃতীয় বোলার হয়ে যান তিনি।

পরে এনামুল হক ও রায়ান বার্লের ব্যাটিংয়ে ৭ উইকেটের অনায়াস জয় পায় দুর্বার রাজশাহী। অনুমেয়ভাবেই ম্যাচ সেরার পুরস্কার পান তাসকিন।

গত সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন তাসকিন। সেই ম্যাচটি গ্যালারিতে বসেই দেখে তার ছয় বছর বয়সী ছেলে তাসফিন। তাসকিনের ৭ উইকেট নেয়ার দিন অবশ্য মাঠে ছিল না তাসফিনের উপস্থিতি।

তবে সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, ‘সব সময়ই ছেলের কাছ থেকে অনুপ্রেরণা পান তিনি।’

তিনি বলেন, ‘আমি যখন ভালো করি, উইকেট পাই আমার ছেলে, আমার বাবা খুব খুশি হন। তাদের সমর্থন আমার একটা অনুপ্রেরণা। কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না, তাসফিন অনেক মন খারাপ করে। আজকে আমি নিশ্চিত, ও অনেক খুশি। তো এটা তাসফিনের জন্য।’


আরো সংবাদ



premium cement