০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

হার দিয়ে বিপিএল শুরু ঢাকার, রংপুরের বড় জয়

হার দিয়েই আসর শুরু করেছে শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস - ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যাত্রার শুরুটা সুখকর হলো না ঢাকা ক্যাপিটালসের। হার দিয়েই আসর শুরু করেছে শাকিব খানের মালিকানাধীন দল। উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুরে রংপুরের কাছে ৪০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।

এ দিন আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রানের পুঁজি পায় গ্লোবাল লিগ চ্যাম্পিয়নরা। যা তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস।

দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৭ রান করেও জিততে পারেনি ফরচুন বরিশালের সাথে। তবে দ্বিতীয় ম্যাচে রংপুর ঠিকই জয় তুলে নেয় শেখ মেহেদীর সৌজন্যে। প্রথম চার উইকেটের সবগুলো একাই নেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা। তানজিদ হাসান ও লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে ৬৫ রান। ২১ বলে ৩০ করে তানজিদ ফিরলে ভাঙে জুটি। এর পরই ব্যাটিং ধস নামে ঢাকার। ১০০-এর আগেই ৫ উইকেট হারায় তারা।

বিদায় নেন লিটন দাস (৩১), হাবিবুর রহমান (৬) ফরমানউল্লাহ (১)। ১৭ রানের বেশি করতে পারেননি স্টিফেন ইস্কিনজাই ও থিসারা পেরেরা। শেষ দিকে মুকিদুল ইসলামের ১৮ ও নাজমুল অপুর ১২ রান কেবল ব্যবধান কমায়।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাইফ হাসানের ৩৩ বলে ৪০, ইফতেখার আহমেদের ৩৮ বলে ৪৯ রানে বড় সংগ্রহের পথ পায় রংপুর। যেই পথে দলকে এগিয়ে দেন খুশদিল শাহ ও নুরুল হাসান সোহান।

খুশদিল ২৩ বলে ৪৬ ও সোহান করেন ১১ বলে ২৫ রান। ৩ উইকেট নেন আলাউদ্দিন বাবু, জোড়া উইকেট নেন মুকিদুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল