০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

টেস্টে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল এমসিজি

রেকর্ড গড়ল এমসিজি - ছবি : বাসস

অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের পঞ্চম দিন পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গেট দিয়ে তিন লাখ ৭৩ হাজার ৬৯১ হাজারেরও বেশি দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেছে, যা কোনো টেস্ট ম্যাচে দর্শক উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৩৭ সালে এ সংখ্যা ছিল তিন লাখ ৫০ হাজার ৫৩৪, যা এত দিন পর্যন্ত রেকর্ড হয়ে ছিল।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে পঞ্চম দিনের প্রথম সেশনেই ৫১ হাজার ২৭২ জন দর্শক মাঠে প্রবেশ করার মাধ্যমে রেকর্ড ভঙ্গ হয়েছে। দুপুরের পর ওই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৪ হাজার ৩৬২ জনে।

এ ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩৭ সালের জানুয়ারিতে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বে গঠিত অস্ট্রেলিয়া দলের ম্যাচ দেখতে যে সংখ্যক দর্শক উপস্থিতি হয়েছিল ২০২৪ বক্সিং ডে টেস্টে তা ছাড়িয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটি অবশ্য ছিল ছয় দিনের।

পাঁচ দিনে এমসিজি-এর দর্শক সংখ্যা ছিল অনেকটা এমন : ৮৭,২৪২, ৮৫,১৪৭, ৮৩,০৭৩, ৪৩,৮৬৭ ও ৭৪,৩৬২। শেষ দিন দর্শকদের সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের। এমনকি পার্কিংয়ে নিয়োজিত নিরাপত্তা কর্মীদেরও অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হয়েছে।

এর আগে, ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে এমসিজিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে ৯০,২৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন যা এখনো পর্যন্ত এ মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে আছে। এ বিশ্বকাপেই এ মাঠে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ দেখেছিল ৮২ হাজার ৫০৭ জন দর্শক।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল