০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

লিটন নয়, ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা

থিসারা পেরেরা - সংগৃহীত

নেতৃত্বে বরাবরই পটু লিটন দাস। কয়েক দিন আগেই তার অধীনে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ফলে আসন্ন বিপিএলেও তার হাতেই নেতৃত্বের ঝান্ডা দেখছিল সমর্থকেরা। তবে সে পথে হাঁটেনি ঢাকা ক্যাপিটালস।

আগামীকাল সোমবার শুরু হতে যাচ্ছে বিপিএলের জমজমাট একাদশতম আসর। আসরের শুরুর দিনেই রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস। তার আগে তারা খুঁজে নিয়েছে অধিনায়ক।

তবে দেশীয় লিটন দাসে আস্থা রাখতে পারেনি ঢাকা। অধিনায়ক হিসেবে থিসারা পেরেরাকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অলরাউন্ডারের নেতৃত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তারা।

ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরেরার হাতে তুলে দেন অধিনায়কত্বের ক্যাপ। অথচ এই লঙ্কান কিনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছেন!

ঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড
মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান, থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকিনাজি চতুরাঙ্গা ডি সিলভা, জহুর খান, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানুল্লাহ সাফি, পিয়ের কোটজে, শুভম শুভ রঞ্জনা।


আরো সংবাদ



premium cement