সাকিব না থাকলেও বড় হুমকি চট্টগ্রাম
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪
নাকের ডগায় বিপিএল। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। তবে সব কিছু থেকেও যেন কিছু একটা নেই, নেই চারবারের বিপিএল সেরা সাকিব আল হাসান।
প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভেড়ায় চট্টগ্রাম কিংস। তবে শেষ পর্যন্ত বিশ্বসেরা এই অলরাউন্ডারকে পাচ্ছে না তারা। রাজনৈতিক কারণে এবারের বিপিএলে খেলাই হচ্ছে না সাকিবের।
সাকিব আল হাসান না থাকলেও অলরাউন্ডার নির্ভর দল সাজিয়েছে চট্টগ্রাম। বন্দরনগরীর দলটাতে আছেন সাবেক ইংলিশ তারকা মইন আলি, শ্রীলঙ্কার এঞ্জেলা ম্যাথিউজ। দেশীয় নাইম ইসলাম, রাহাতুল ফেরদৌসরাও প্রস্তুত আসর রাঙাতে।
বোলিং আক্রমণেও বেশ সমৃদ্ধ চট্টগ্রাম। সরাসরি চুক্তিতে শরিফুল ইসলামকে নেয় তারা। আর প্লেয়ার্স ড্রাফট থেকে দলে এসেছেন মারুফ মৃধা, শেখ পারভেজ জীবন, খালেদ মাহমুদের মতো পেসার। স্পিনারদের মাঝে আছেন বিপিএল কাঁপানো আলিস আল ইসলাম।
মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দোও যোগ দেবেন তাদের সাথে। ব্যাটারদের মধ্যে হায়দার আলি, গ্রাহাম ক্লার্ক ও উসমান খান আছেন বিদেশীদের মাঝে। দেশীয়দের মাঝে আছেন জাতীয় দলের পারভেজ ইমন ও শামিম পাটোয়ারী।
তাছাড়া ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মোহাম্মদ মিথুন, মার্শাল আইয়ুব আছেন দলে। তবে দলটার দূর্বলতা এই ব্যাটিংই। সাকিব আল হাসান না থাকার ধাক্কা তাদের ভোগাতে পারে। যদিও সুযোগ আছে এখনো নতুন কাউকে অন্তর্ভুক্তির।
চট্টগ্রাম কিংসের স্কোয়াড :
সরাসরি চুক্তি শরিফুল ইসলাম, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।
ড্রাফট থেকে শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, টমাস ও'কনেল, মোহাম্মদ মিথুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা