মুগ্ধ-বাবুর আগুনে পুড়ল ঢাকা মেট্রো
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫, আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে রংপুরের মুগ্ধ-বাবুর আগুনে পুড়েছে ঢাকা মেট্রো।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। এতে ঢাকা মেট্রো গুটিয়ে গেছে ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে।
মাত্র ১২ রানে ৩ উইকেট নেন মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু। তাতে ১৯ উইকেট নিয়ে বাবু এখন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। মুকিদুল (১৬) আছেন তিনে। একটি করে উইকেট শিকার করেন রবিউল, রিজওয়ান ও আরিফ আহমেদ।
প্রথম ওভারেই ইমরানুজ্জামানের উইকেট হারায় ঢাকা। মুগ্ধের শিকার হবার আগে ৪ রান করেন তিনি। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখকে (০)ফেরান আলাউদ্দিন বাবু। তবে ঢাকা বড় ধাক্কা খায় তৃতীয় ওভারে।
জোড়া আঘাত হানেন মুগ্ধ। টানা দু’ বলে আনিসুল ইসলাম (৩) এবং আমিনুল ইসলাম বিপ্লবকে (০) ফেরান তিনি। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। পঞ্চম ওভারে হয় পঞ্চম উইকেটের পতন। গাজী তাহযিবুল ইসলাম (২) বিদায় নেন।
ষষ্ঠ উইকেটে শামসুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতের জুটিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগালেও তা শেষ হয় মাত্র ১৭ রানে। ২৮ বলে ১৪ রান করে ফেরেন শামসুর, পরের ওভারে বিদায় নেন সৈকত। ১৫ বলে মাত্র ৬ রান করেন তিনি।
৩৮ রানে সপ্তম উইকেট হারানো ঢাকা পঞ্চাশ পেরোয় আবু হায়দার রনি-শহিদুল ইসলামের জুটিতে। ৯ বলে ১৩ রান কর রনি রান আউটে কাটা পড়েন। শহিদুল ১৬ বলে ৬ ও রাকিবুল হাসান ৯ বলে করেন ৩ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা