২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুগ্ধ-বাবুর আগুনে পুড়ল ঢাকা মেট্রো

ফাইনালে ৬২ রানেই থামল ঢাকা মেট্রো - ছবি : নয়া দিগন্ত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে রংপুরের মুগ্ধ-বাবুর আগুনে পুড়েছে ঢাকা মেট্রো।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। এতে ঢাকা মেট্রো গুটিয়ে গেছে ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে।

মাত্র ১২ রানে ৩ উইকেট নেন মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু। তাতে ১৯ উইকেট নিয়ে বাবু এখন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। মুকিদুল (১৬) আছেন তিনে। একটি করে উইকেট শিকার করেন রবিউল, রিজওয়ান ও আরিফ আহমেদ।

প্রথম ওভারেই ইমরানুজ্জামানের উইকেট হারায় ঢাকা। মুগ্ধের শিকার হবার আগে ৪ রান করেন তিনি। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখকে (০)ফেরান আলাউদ্দিন বাবু। তবে ঢাকা বড় ধাক্কা খায় তৃতীয় ওভারে।

জোড়া আঘাত হানেন মুগ্ধ। টানা দু’ বলে আনিসুল ইসলাম (৩) এবং আমিনুল ইসলাম বিপ্লবকে (০) ফেরান তিনি। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। পঞ্চম ওভারে হয় পঞ্চম উইকেটের পতন। গাজী তাহযিবুল ইসলাম (২) বিদায় নেন।

ষষ্ঠ উইকেটে শামসুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতের জুটিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগালেও তা শেষ হয় মাত্র ১৭ রানে। ২৮ বলে ১৪ রান করে ফেরেন শামসুর, পরের ওভারে বিদায় নেন সৈকত। ১৫ বলে মাত্র ৬ রান করেন তিনি।

৩৮ রানে সপ্তম উইকেট হারানো ঢাকা পঞ্চাশ পেরোয় আবু হায়দার রনি-শহিদুল ইসলামের জুটিতে। ৯ বলে ১৩ রান কর রনি রান আউটে কাটা পড়েন। শহিদুল ১৬ বলে ৬ ও রাকিবুল হাসান ৯ বলে করেন ৩ রান।


আরো সংবাদ



premium cement
ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’ গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু! কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চোরকে নাগালে পেয়েও না ধরার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে নারীর লাশ উদ্ধার আগামী বছরের শুরুতেই তিস্তার সমস্যা সমাধানে মহা পরিকল্পনা নেয়া হবে : আসিফ মাহমুদ

সকল