২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এনসিএলের ফাইনাল আজ

- ছবি : নয়া দিগন্ত

নাকের ডগায় অপেক্ষা করছে বিপিএল। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। তার আগে আজ পর্দা নামছে জাতীয় লিগ টি-টোয়েন্টির। ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ও রংপুর বিভাগ।

লম্বা সময় ধরে বিপিএলের বাইরে ঘরোয়া ক্রিকেটে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ছিল ক্রিকেটারদের। সেই আক্ষেপ কাটিয়েছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দীর্ঘ ১৪ বছর পর ফিরে এই আসর।

সর্বশেষ ২০১০ সালে মাঠে গড়ায় এনসিল টি-টোয়েন্টি। এরপর অজানা কারণে বন্ধ থাকলেও ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব নেয়ার পর ফের ফেরানো হয় এই আসর। যেখানে অংশ নেয় মোট আটটি দল।

লিগ পর্ব ও প্লে অফ রাউন্ড শেষে এনসিএল এখন দাঁড়িয়ে ফাইনালে। সবাইকে পেছনে ফেলে শিরোপার লড়াইয়ে ঢাকা মেট্রোপলিটন ও রংপুর বিভাগ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই লড়াই।

জয় দিয়ে আসর শুরু করা ঢাকা মেট্রোপলিটন গ্রুপ পর্বে কোনো ম্যাচেই হার দেখেনি। মাঠে নামা সাত ম্যাচেই তারা অপরাজিত ছিল। তবে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে আসরে প্রথম হার দেখেছিল তারা। ফলে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়া হয়নি।

তবে সেই হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে ঘুরে দাঁড়ায় নাইম শেখের দল। উঠে আসে স্বপ্নের ফাইনালে। যেখনে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেই রংপুরকে। তাই দুই দলের মহারণে শিরোপা জয়ের পাশাপাশি প্রতিশোধ নেয়ার হাতছানি মেট্রোর।

বিপরীতে গ্রুপ পর্বে দু’টি ম্যাচে হারলেও মেট্রোকে হারিয়ে ফাইনালে উঠার আত্মবিশ্বাস নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রংপুর। আকবর আলির নেতৃত্বাধীন দলটা চাইবে ইতিহাস গড়েই থামতে।

নাইম শেখ না আকবর আলি, শেষ পর্যন্ত শিরোপা উঠে কার হাতে, তার জন্য অপেক্ষা করতেই হচ্ছে। তবে সুযোগটা নিশ্চয়ই সহজে হাতছাড়া করতে চাইবেন না কেউ।


আরো সংবাদ



premium cement
জাহাজকর্মচারী ইরফানই খুনি : র‌্যাব গাংনীতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চায় কিবরিয়া ও সবুজের পরিবার গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৫৭ ঘর নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশ ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মায়োটেতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ দেশে কুয়াশাসহ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অধিদফতর কামালপুর যুদ্ধের দুই বীর মুক্তিযোদ্ধাকে জামালপুর সমিতির সম্মাননা পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে নবনিযুক্ত বাংলাদেশী দূতের পরিচয়পত্র পেশ বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

সকল