এবার বিপিএলে রাজশাহীর হয়ে মাঠে দেখা যাবে হারিসকে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৮
এবার বিপিএলে রাজশাহীর হয়ে মাঠে দেখা যাবে পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হারিসকে। সপ্তাহ খানেক পরই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের।
সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট দিয়ে টুর্নামেন্টের অনুষ্ঠানিকতা শুরু হয়েছে। খেলা মাঠে গড়ানোর কয়েকদিন আগেই পাকিস্তানি এই তারকাকে দলে নিয়েছে দুর্বার রাজশাহী।
ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের আসরে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। তার আগেই হারিসকে দলে নিয়ে চমক দিল তারা।
বিপিএলে এর আগে হারিস খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ২০২৩ সালের বিপিএলে দলটির হয়ে ৪ ম্যাচে ৬৩ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। উদীয়মান খেলোয়াড় জিসান আলম কিংবা এনামুল হকের সাথে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে।
দুর্বার রাজশাহীর স্কোয়াড আছেন এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, মোহর শেখ অন্তর, আকবর আলী, হাসান মুরাদ ও শফিউল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা