২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে নতুন মুখ জ্যাকবস

২২ বছর বয়সী হার্ড-হিটার বেভন জ্যাকবস - ছবি : বাসস

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী হার্ড-হিটার বেভন জ্যাকবস।

সোমবার (২৩ ডিসেম্বর) দেশের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। এতে টি-টোয়েন্টি দলে যুক্ত হয় জ্যাকবসের নাম।

গত বছর নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুমে ব্যাট হাতে ফিনিশার হিসেবে চমক দেখিয়েছেন ডান-হাতি ব্যাটার জ্যাকবস। সুপার স্ম্যাশে নয় ম্যাচের ছয় ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেছিলেন তিনি।

মাঠের পারফরমেন্স বিবেচনায় আইপিএলের ১৮তম আসরের নিলাম থেকে জ্যাকবসকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

জ্যাকবসকে নিয়ে নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘এটি জ্যাকবস ও তার পরিবারের জন্য রোমাঞ্চক মূহূর্ত। তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার এবং আন্তর্জাতিক অঙ্গনে তার সেরাটা উজার করে দিবে বলে আমরা প্রত্যাশা করছি।’

নিউজিল্যান্ডের সাদা বলের ফরম্যাটের দলে ফিরেছেন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও ম্যাট হেনরি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য গত মাসে শ্রীলংকা সফরে নিউজিল্যান্ডের সাদা বলে সিরিজের দলে ছিলেন না তারা।

হেনরির সাথে নিউজিল্যান্ডের পেস আক্রমণে থাকছেন জ্যাক ফকস, উইল ও’রুর্ক, জ্যাকব ডাফি ও অলরাউন্ডার নাথান স্মিথ।

অধিনায়ক মিচেল স্যান্টনারের সাথে স্পিন আক্রমণে থাকছেন রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস।

দক্ষিণ আফ্রিকা এস এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকায় শ্রীলংকা সিরিজে নেই দু’ ব্যাটার কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। ইনজুরির থেকে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে রাখা হয়নি দু’ পেসার বেন সিয়ার্স ও কাইল জেমিসনকে।

শ্রীলংকা সিরিজ দিয়ে নিউজিল্যান্ডের সাদা বলের ফরম্যাটে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন স্যান্টনার।

আগামী ২৮ ডিসেম্বর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে টি-টোয়েন্টি সিরিজ এবং ৫ জানুয়ারি থেকে ওয়েলিংটনে ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে সিরিজ।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে রয়েছেন মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, মিচ হে, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও ন্যাথান স্মিথ।

নিউজিল্যান্ড ওয়ানডে দলে রয়েছেন মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ন্যাথান স্মিথ ও উইল ইয়ং।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement