ফাইনালে হেরে গেল বাংলাদেশ, শিরোপা ভারতের
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৯
পারলো না বাংলাদেশ। আরো একবার হাতছাড়া হলো শিরোপা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ নিজেদের করে নিলো ভারতের মেয়েরা। শিরোপা নির্ধারণী ফাইনালে জুনিয়র টাইগ্রেসদের হার ৪১ রানে।
মালেশিয়ার কুয়ালালামপুরে রোববার টসে হেরে আগে ব্যাট করে ভারত। যেখানে ফারজানার বোলিং তোপে ৭ উইকেটে মাত্র ১১৭ রানে থামে তারা। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা।
অথচ ভারতীয় নারীদের অল্পতে আটকে দেয়ার পর শিরোপা স্বপ্নই দেখছিল বাংলাদেশ। তবে বাধা হয়ে দাঁড়ান পারুনিকা-আয়ুশি শুক্লারা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন তারা, দাঁড়াতেই দেননি টাইগ্রেসদের।
মাত্র ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ইভা ফেরেন কোনো রান না করেই। অধিনায়ক সুমাইয়া আক্তার ৮ রানের বেশি করতে পারেননি। আরেক সুমাইয়া ফেরেন ৪ রানে। সাদিয়া করেন ৫ রান।
বাংলাদেশের হয়ে কেবল দুই অঙ্ক স্পর্শ করেন ফাহমিদা ছোয়া ১৮ ও জুরাইরিয়া ফেরদৌস ২২। বাকিদের সবার স্কোর যেন টেলিফোন নম্বর। আয়ুশি ৩, পারুনিকা ও সুনাম যাদব নেন জোড়া উইকেট করে।
এর আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে বাংলাদেশ। পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি (৫) আর সানিকা চালকেকে (০)।
তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখলেও সুবিধা করত্র পারেননি। ১২তম ওভারে এসে নিকিকে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। আর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশি।
একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। তবে এরপরই তাকে ফেরান ফারজানা। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাটে। ৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত।
সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে তিন অঙ্কে নিয়ে যান। শুক্লা ১০ ও বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত। বল হাতে ৪ উইকেট নেন ফারজানা। ২ উইকেট যায় নিশির ঝুলিতে।