পুরস্কার পেলেন যুবারা, নারী ক্রিকেটাররা পেলেন সুসংবাদ
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭, আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০
কিছুদিন আগে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯দল। এরপরই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠে বিসিবি থেকে বড় পুরস্কার পেতে যাচ্ছেন যুবারা। অবশেষে এলো সেই পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা।
গতকাল (শনিবার) যুব ক্রিকেটারদের জন্য কাঙ্ক্ষিত ঘোষণা দিয়েছে বিসিবি। বোর্ড মিটিং শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মোটা অংকের অর্থ পুরস্কার ঘোষণা করেন।
তিনি জানান, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের তিন লাখ টাকা করে প্রদান করবে বিসিবি।
এই সময় নারী ক্রিকেটারদের জন্যও সুসংবাদ দেন বিসিবি সভাপতি। জানান এখন থেকে জ্যোতি-জাহানারারা পাবেন উইনিং বোনাস। বাড়বে চুক্তিতে নারী ক্রিকেটারদের বেতন ও সংখ্যা। যা নিয়ে পরে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
যেখানে দেখা যায়, চুক্তিতে আছেন মোট ১৮ জন খেলোয়াড়। নতুন চুক্তিতে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে মাসে ২০ হাজার টাকা করে। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা।
‘এ’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা আগে মাসে পেতেন এক লাখ টাকা করে। নতুন চুক্তিতে পাবেন এক লাখ ২০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা আগে পেতেন মাসে ৮০ হাজার, নতুন চুক্তিতে পাবেন এক লাখ টাকা করে।
‘সি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন ১০ হাজার টাকা বেড়ে হয়েছে ৭০ হাজার টাকা। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন ১০ হাজার টাকা বেড়ে হয়েছে ৬০ হাজার টাকা।
এই চুক্তির মেয়াদ ১ নভেম্বর ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত হবে।
চুক্তিতে আছেন যারা -
‘এ’ ক্যাটাগরিতে : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, রিতু মনি, নাহিদা আক্তার।
‘বি’ ক্যাটাগরিতে : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া।
‘সি’ ক্যাটাগরিতে : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, সোমা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার, সাথি রানি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা