২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জরুরি সভা ডেকেছে বিসিবি, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জরুরি সভা ডেকেছে বিসিবি, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত - ছবি : সংগৃহীত

হঠাৎ জরুরি সভা ডেকেছে বিসিবি। বেশ কয়েকটি বড়সড় ইস্যু সামনে রেখে আলোচনায় বসবে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। মাঠ কিংবা মাঠের বাইরের নানা বিষয় উঠে আসতে পারে আলোচনায়। তবে মূল কেন্দ্রবিন্দু ‘বিপিএল।’

শেষ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছে জাতীয় দল। তবে দেশের জার্সি গায়ে বিরতি পেলেও শেষ নেই ক্রিকেট ব্যস্ততার। দেশজুড়ে শুরু হচ্ছে ক্রিকেট উৎসব। দরজায় কড়া নাড়ছে বিপিএলের উন্মাদনা।

সবকিছু ঠিক থাকলে ৩০ ডিসেম্বর থেকেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। তার আগে ২৩ ডিসেম্বর মিরপুরে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। বিপিএলকে আরো সমৃদ্ধ করে তুলতে দেশজুড়ে থাকছে আরো নানা আয়োজন।

বিপিএলের সবশেষ প্রস্তুতি, অনুমোদনসহ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা ডাকা হয়েছে। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা ও এনসিএলের জন্য নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়ে।

আলোচনা হতে পারে অধিনায়কত্ব নিয়েও। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে হঠাৎ অনাগ্রহী হওয়ায় নতুন অধিনায়ক খুঁজে নিতে পারে ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, তিন ফরম্যাটে তিন অধিনায়ক দেখে যেতে পারে আবারো।

এদিকে জরুরি সভা বলে ডাকযোগে নয়, পরিচালকদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে। এমনকি উপস্থিত হঠাৎ আহ্বান করা এই সভায় উপস্থিত হতে না পারলে কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় থাকছে ভার্চুয়ালি যোগ দেয়ার সুযোগ।

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা কক্ষে সভা শুরু হবে আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা ৩টায়।


আরো সংবাদ



premium cement
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজায় ২ ইসরাইলি সেনা নিহত উপদেষ্টা হাসান আরিফের জানাজায় জামায়াত নেতাদের অংশগ্রহণ অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে? শহীদ সুজনের মেয়েকে নিয়ে দুর্ভাবনায় দিন কাটছে রেখা বেগমের ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে : পরিবেশ উপদেষ্টা তেল আবিবে হাউসিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা গ্রেফতার আরব বসন্তের পথ দেখাতে পারে সিরীয় বিপ্লব পাকিস্তানে উগ্রবাদীদের হামলায় ১৬ সেনা নিহত, আহত ৫ গুমের সাথে ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

সকল