২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লিগ পর্ব শেষে এনসিএলের প্লে অফে যারা

অপ্রতিরোধ্য থেকেই লিগ পর্ব শেষ করেছে ঢাকা মেট্রো - ছবি : নয়া দিগন্ত

অপ্রতিরোধ্য থেকেই লিগ পর্ব শেষ করল ঢাকা মেট্রো। আসরে এখন পর্যন্ত অপরাজেয় তারা। জয় পেয়েছে সাত ম্যাচের সব কয়টাতেই। লিগ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে হারিয়েছে তারা। আর হেরে গিয়েও শেষ চার নিশ্চিত করেছে বন্দরনগরীর দলটা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নাইম শেখের ঢাকা মেট্রোর হয়ে রানের দেখা পান শামসুর রহমান (৫৬) ও মার্শাল আইয়ুব (৫১)। তাদের জোড়া ফিফটিতে স্কোরবোর্ডে আসে আট উইকেটে ১৫৮ রান। তিন উইকেট নেন আহমেদ শরীফ।

জবাবে নয় উইকেট হারিয়ে ১৪১ রান পর্যন্ত পৌঁছায় চট্টগ্রাম। ইয়াসির আলির ৩১ বলে ৪৬ ও সাদিকুর রহমান করেন ২৭ বলে ৪৪ রান। ১৭ রানের জয় পায় ঢাকা মেট্রো। আরাফাত সানি, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম নেন জোড়া উইকেট করে।

রংপুর আগেই নিশ্চিত করেছিল কোয়ালিফায়ার। আজ নেমেছিল লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে। তবে শেষটা ভালো হয়নি, হেরে গেছে খুলনার কাছে ৩৪ রানে। তাতে খুলনাও নিশ্চিত করেছে শেষ চার। খেলবে এলিমিনেটর।

জয়ের নায়ক মোহাম্মদ মিথুন ও আজিজুল হাকিম। মিথুন ৪৯ বলে ৭১ ও অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক খেলেন ৪১ বলে ৬৬ রানের ইনিংস। ১৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন ইমরুল কায়েস। চার উইকেটে ১৯৫ রান তুলে খুলনা।

জবাব দিতে নেমে নয় উইকেট হারিয়ে ১৬১ রান পর্যন্ত তুলতে পারে রংপুর। আকবর আলির ২৯ বলে ৫২ রান কেবল বলার মতো স্কোর। বাকিরা কেউ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। টিপু সুলতান ও পারভেজ জীবন নেন তিনটি করে উইকেট।

জয় পেয়েছে ঢাকা বিভাগও। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে সম্মিলিত প্রচেষ্টায় ১৭৮ রান তুলে ঢাকা। জবাবে ছয় উইকেটে ১৫৯ রান পর্যন্ত তুলতে পারে বরিশাল। ১৯ রানের জয় পায় ঢাকা। তবে দু’ দলেরই বেজে গেছে বিদায় ঘণ্টা।

এদিকে, রাজশাহী তাদের শেষ ম্যাচে পেয়েছে জয়ের দেখা। টানা পাঁচ হারের পর শেষ ম্যাচে সিলেটকে হারিয়েছে ২৬ রানে। আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর ৪৮ বলে ৭৮ রানে ভর করে আট উইকেটে ১৮১ রান করে রাজশাহী।

জবাবে জিশান আলমর ৩২ বলে ৬০ রানের পরও আট উইকেট হারিয়ে ১৫৫ রান করতে পারে সিলেট। চার উইকেট নেন আসাদুজ্জামান পায়েল।

প্রথম কোয়ালিফায়ারে ২১ ডিসেম্বর মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর। একই দিনে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। জয়ী দল ২২ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে।

 


আরো সংবাদ



premium cement
নাসিরনগরে তৈরি হচ্ছে দেশীয় মাছের নানা জাতের শুটকি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ রাজস্থানে পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫ সংস্কারের আগে নির্বাচন নয় : নাগরিক কমিটি মাওলানা সাদের অনুসারী এতায়াতি নেতা মোয়াজ বিন নুর গ্রেফতার দর্শনা পৌর যুবদল নেতা মিল্টন বহিষ্কার নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু একটি মাদরাসা নির্মাণের স্বপ্ন অন্ধ হাফেজ রাসেলের আল্লাহ ছাড়া কারো সামনে মাথানত করা যায় না : কলকাতার মেয়র ফিরহাদ আজ দর্শনা কেরুজ চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বিশাল জয়ে ও. ইন্ডিজকে হোয়াইটওয়াশ বাংলাদেশের

সকল