হঠাৎ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অশ্বিন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫
ব্রিসবেনের ড্র হওয়া টেস্টের একাদশে ছিলেন না রবীচন্দ্রন অশ্বিন। তবে ম্যাচ শেষে তিনিই কেড়ে নিলেন সব আলো। আকস্মিকভাবে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।
বুধবার হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্ট শেষে সংবাদ সম্মেলনে ১৪ বছরের বর্ণিল ক্যারিয়ার সমাপ্তির কথা জানালেন। আর কখনো তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না।
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয় ভারতীয় রবিচন্দ্রন অশ্বিনকে। দারুণ ক্রিকেটীয় দক্ষতার কারণে অনেক আগেই পেয়েছেন ‘ক্রিকেট বিজ্ঞানী’ উপাধি। ক্রিকেটার হিসেবেও অর্জনের পাল্লা নেহাৎ কম নয়।
অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। অবসর নেয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনিই ছিলেন বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী (৫৩৭)। ব্যাট হাতেও অবদান একেবারে কম নয়, করেছেন ৪৩৯৪ রান।
এর মধ্যে ১০৬ টেস্ট খেলে অশ্বিনের ঝুলিতে ভরেন ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের (৬১৯) পর তিনিই সাদা পোশাকে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১১৬ ওয়ানডেতে ১৫৬ ও ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট নিয়েছেন তিনি।
টেস্টে ৩৭ বার পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন। মুত্তিয়া মুরালিধরনের পর শেন ওয়ার্নের সাথে যা যৌথ সর্বোচ্চ। টেস্টে সবচেয়ে বেশি ২৬৮ বার বাঁহাতি ব্যাটারদের আউট করার রেকর্ডও আছে তার।
ব্যাটিংয়েও স্মরণীয় অনেক মুহূর্ত আছে তার। টেস্টে ১৪ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে সাড়ে তিন হাজারের ওপর রান আছে অশ্বিনের। একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার নজির চারবার রেখেছেন তিনি। যা ইয়ান বোথামের (৫ বার) পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
তবে এবার নামের পাশে যোগ হবে না আর কোনো আন্তর্জাতিক রান ও উইকেট।
ব্রিসবেনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে আমার শেষ দিন এটিই। ক্রিকেটার হিসেবে যদিও কিছুটা তাড়না আমার ভেতর এখনো আছে, তবে সেটা দেখাতে চাইব আমি ক্লাব পর্যায়ের ক্রিকেটে। অনেককে ধন্যবাদ জানানোর আছে আমার। দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারব না যদি বিসিসিআই ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা না জানাই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা