১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের টার্গেট দিলো বাংলাদেশ - ছবি : সংগৃহীত

সেন্ট ভিনসেণ্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও মেহেদী হাসান মিরাজ জাকের আলির ছোট্ট ক্যামিওর সাথে শেষ দিকে শামিম পাটোয়ারী ঝড়ো ব্যাটিংয়ে মাঝারি পুঁজি পেয়েছে বাংলাদেশ।

বুধবার ভোরে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লিটন দাসের দল। তবে ব্যাট করতে এসে বিপাকে টাইগাররা।

আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ রানে উদ্বোধনী জুটি ভেঙে ফেরেন লিটন। আরো একবার ব্যর্থ এই ব্যাটার ফেরেন ১০ বলে ৩ রানে, আকিল হোসেনের বলে।

পরের ওভারে ফেরেন তানজিদ তামিম। ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করা এই তরুণ টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছেন না। ৪ বলে ২ রানে আউট হোন তিনি। মাত্র ১১ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও মেহেদী মিরাজ। তবে এবার বাধা দুর্ভাগ্যের রান আউট। মেহেদী মিরাজের আহবানে সাড়া দিতে গিয়ে ৮.৪ ওভারে ফেরেন দারুণ ছন্দে থাকা সৌম্য (১১)।

মেহেদী মিরাজ তার প্রায়শ্চিত্ত তো দূর, নিজের ইনিংসটাও এরপর আর বড় করতে পারেননি৷ পরের ওভারেই আউট হোন বাংলাদেশ অধিনায়ক৷ ফেরেন ২৬ বলে ২৬ রানে। আর ১১তম ওভারে রিশাদ ফেরেন ৫ রানে।

১১ ওভারে মাত্র ৫২ রানে ৫ উইকেট হারানোর পর দলকে টানার চেষ্টা করেন জাকের আলি (৯*) ও শেখ মেহেদী (৫*)। এরপর নামে বৃষ্টি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবার খেলা শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইনিংসের তৃতীয় ওভার শেষে সেন্ট ভিনসেন্টে হানা দিয়েছিল বৃষ্টি। পিচ কাভারে ঢাকলেও ২-৩ মিনিটের মাঝেই আবারো শুরু হয় খেলা।


আরো সংবাদ



premium cement
১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৭ আসামির খালাস বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ২ মাদককারবারি আটক পর্যটকদের ডাকছে চর বিজয় নির্বাচনের জন্য ৪-৬ মাসের বেশি লাগার কথা নয় : সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ মাইকেল চাকমার বেনাপোল দিয়ে ভারত থেকে আরো ১৯০০ টন আলু আমদানি ইজতেমার ময়দানে সংঘর্ষ : ৪ প্লাটুন বিজিবি মোতায়েন টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত কামরুল-সোলায়মান ৪ দিনের রিমান্ডে নতুন বিল অনুমোদন করেছে রাশিয়ার আইন প্রণেতারা যুদ্ধ শেষে গাজার নিরাপত্তা ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে : প্রতিরক্ষামন্ত্রী কাটজ

সকল