১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু বাংলাদেশ নারী দলের

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু বাংলাদেশ নারী দলের - ছবি : সংগৃহীত

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ।

দলের পক্ষে সাদিয়া আকতার ২৫ বলে ৩১, আফিয়া আশিমা ২৫, সুমাইয়া আকতার ২৪ ও মোসাম্মত ইভা ১৮ রান করেন। শ্রীলঙ্কার রাশম্মিকা সিওয়ানডি ২৩ রানে ৪ উইকেট নেন।

জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যাট হাতে লঙ্কানদের পক্ষে ১৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন সানজানা কাভিন্দি।

বোলিংয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন স্পিনার সুমাইয়া আকতার। ২ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন নিশিতা আকতার নিশি ও ফারজানা ইয়াসমিন। ১৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নিশি।

বাংলাদেশ পুরুষ জাতীয় দলের মতো বিজয় দিবসের দিনে জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। আজ ভোরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল।

আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement