০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ষষ্ঠবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে ইংল্যান্ড

ষষ্ঠবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে নেমেছে ইংল্যান্ড - ছবি : বাসস

তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে এগিয়ে থাকা সফরকারী ইংল্যান্ড তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই টেস্ট ইতিহাসে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা দিবে নিউজিল্যান্ডকে।

শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের মুখোমুখি হবে ইংলিশরা। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ টেস্টে জয়ের জন্য মরিয়া নিউজিল্যান্ড।

আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে কিউইরা। তিন ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড।

কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে আট উইকেটে এবং ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ৩২৩ রানের বড় ব্যবধানে হারে কিউইরা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে হোয়াইটওয়াশের মুখে ছিটকে পড়েছে ব্ল্যাকক্যাপসরা।

সিরিজের শেষ টেস্টে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না নিউজিল্যান্ড। দলের অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘দু’ টেস্টে আমরা ভালো খেলতে পারিনি। শেষ টেস্টে জয়ের জন্য মরিয়া ছেলেরা। জয় দিয়ে ভালোভাবে সিরিজ শেষ করতে চাই আমরা। যাতে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে না হয় আমাদের।’

আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ডকে ঘায়েল করার কথা জানালেন ল্যাথাম। তিনি বলেন, ‘ইংল্যান্ড দারুণ ছন্দে আছে। তাদের থামাতে হলে, আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। যা প্রথম দু’ টেস্টে আমরা করতে পারিনি। ব্যাটিং-বোলিংয়ে একসাথে জ্বলে উঠলে জয় পাওয়া অসম্ভব না।’

হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষায় দলের ওপেনার ডেভন কনওয়েকে পাবে না নিউজিল্যান্ড। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তৃতীয় ও শেষ টেস্টে খেলবেন না নিউজিল্যান্ডের এ বাঁ-হাতি ব্যাটার। প্রথম দু’ টেস্টে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি কনওয়ে। চার ইনিংসে মাত্র ২১ রান করেন তিনি।

কনওয়ের জায়গায় দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। তবে একাদশে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে ১৯ টেস্ট খেলা উইল ইয়ং। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ২৪৪ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই ইংল্যান্ডের প্রধান লক্ষ্য বলে জানান অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, ‘প্রথম দু’ টেস্টে আমরা যেভাবে পরিকল্পনা করেছি সেভাবেই খেলেছি। আমাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কাজে লেগেছে। শেষ টেস্টেও আমরা জয়ের জন্য মাঠে নামব। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করব, ছেলেরা নিজেদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে এবং সাফল্য নিয়ে এবারের নিউজিল্যান্ড সফর শেষ করবে।’

তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ২০০৪ ও ২০২২ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ডের মাটিতে মাত্র একবার ৩-০ ব্যবধানে সিরিজে জিতেছে ইংলিশরা। ১৯৬৩ সালের সফরে কিউইদের প্রথম হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল ইংল্যান্ড।

দু’দলের মুখোমুখি লড়াইয়েও নিউজিল্যান্ডের চেয়ে জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডের। ১১৪ মোকাবেলায় ইংল্যান্ডের জয় ৫৪টিতে, নিউজিল্যান্ড জিতেছে ১৩টিতে। বাকি ৪৭ টেস্ট ড্র হয়।

ইংল্যান্ড দলে রয়েছে বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, জো রুট, ওলি স্টোন ও ক্রিস ওকস।

নিউজিল্যান্ড দলে রয়েছে টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, জ্যাকব ডাফি, মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ

সকল