০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,
`

রোহিতের অবসরের পর যে হবেন ভারতের টেস্ট অধিনায়ক

রোহিত শর্মা - ছবি : সংগৃহীত

ভারতের কিংবদন্তী ক্রিকেটার রোহিত শর্মা। সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিয়েছেন অবসর। এরই মধ্যে ৩৭ বছর বয়সী এই ব্যাটারের টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মহলে। এতে চিন্তা বাড়ছে ভারতীয় ক্রিকেট সমর্থকদেরও।

তবে ভারতের চিন্তার কোনো কারণ নেই বলে মনে করছেন ডানহাতি ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। দীর্ঘদিনের জন্য নেতাও বেছে ফেলেছেন তিনি।

তিনি আর কেউ নন, যশপ্রিত বুমরা। পার্থ টেস্টে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, নেতৃত্বের বোঝা কাঁধে নিয়ে নিজেও ভালো খেলেছেন। প্রথম ইনিংসে তার বোলিং দলকে জিততে সাহায্য করেছে। তাই পুজারার মতে, এরপর টেস্টে নেতৃত্বে বুমরার কথাই ভাবা উচিত।

এক ওয়েবসাইটে পুজারা বলেছেন, ‌‘কোনো সন্দেহ নেই যে বুমরা একটা ভালো বিকল্প। অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন সিরিজ খেলতে নেমেছি আমরা। প্রথম টেস্টে স্বাভাবিকভাবেই চাপ থাকে। তবু কঠিন পরিস্থিতিতে যেভাবে নেতৃত্বের দায়িত্ব সামলেছে তা অসাধারণ।’

পুজারা আরো বলেন, ‘দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রয়েছে বুমরার। ওর কথা শুনলে বুঝতে পারবেন। কখনো নিজের কথা বলে না। সবসময় মুখে দলের কথা, সতীর্থদের কথা। ওর পরামর্শগুলোও পরিণত ক্রিকেটারদের মতো।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধির জন্য লাভরভ ও ব্লিংকেনের পরস্পরকে দোষারোপ থাইল্যান্ডে মিয়ানমার নিয়ে বৈঠকে বসবেন আসিয়ান মন্ত্রীরা ইমরান খানের বিরুদ্ধে এবার সেনাবাহিনীর উপর সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ ভারতে এইট পাসে ডাক্তার, ৭০ হাজারে সার্টিফিকেট! ‘তৃতীয় পারমাণবিক যুগ’ সম্পর্কে সতর্ক করলেন ব্রিটেনের শীর্ষ কমান্ডার ম্যাকডোনাল্ডসের বর্ণবৈষম্য : ১০ বিলিয়ন ডলারের মামলা কেন বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব? মাজারে হামলাকেও হিন্দুদের ওপর আক্রমণ দাবি করে প্রচার বাংলাদেশ মিশনে হামলা, হিন্দু সংগঠনটির বয়স ১ সপ্তাহ! উড়িষ্যাতেও গরুর গোশত নিষিদ্ধ হচ্ছে! গোলানির রণকৌশলে হেরে যাচ্ছেন আসাদ!

সকল