০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

রোহিতের অবসরের পর যে হবেন ভারতের টেস্ট অধিনায়ক

রোহিত শর্মা - ছবি : সংগৃহীত

ভারতের কিংবদন্তী ক্রিকেটার রোহিত শর্মা। সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিয়েছেন অবসর। এরই মধ্যে ৩৭ বছর বয়সী এই ব্যাটারের টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মহলে। এতে চিন্তা বাড়ছে ভারতীয় ক্রিকেট সমর্থকদেরও।

তবে ভারতের চিন্তার কোনো কারণ নেই বলে মনে করছেন ডানহাতি ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। দীর্ঘদিনের জন্য নেতাও বেছে ফেলেছেন তিনি।

তিনি আর কেউ নন, যশপ্রিত বুমরা। পার্থ টেস্টে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, নেতৃত্বের বোঝা কাঁধে নিয়ে নিজেও ভালো খেলেছেন। প্রথম ইনিংসে তার বোলিং দলকে জিততে সাহায্য করেছে। তাই পুজারার মতে, এরপর টেস্টে নেতৃত্বে বুমরার কথাই ভাবা উচিত।

এক ওয়েবসাইটে পুজারা বলেছেন, ‌‘কোনো সন্দেহ নেই যে বুমরা একটা ভালো বিকল্প। অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন সিরিজ খেলতে নেমেছি আমরা। প্রথম টেস্টে স্বাভাবিকভাবেই চাপ থাকে। তবু কঠিন পরিস্থিতিতে যেভাবে নেতৃত্বের দায়িত্ব সামলেছে তা অসাধারণ।’

পুজারা আরো বলেন, ‘দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রয়েছে বুমরার। ওর কথা শুনলে বুঝতে পারবেন। কখনো নিজের কথা বলে না। সবসময় মুখে দলের কথা, সতীর্থদের কথা। ওর পরামর্শগুলোও পরিণত ক্রিকেটারদের মতো।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
অর্থনৈতিক উন্নয়নে নৈতিক ও কর্মমুখী শিক্ষা গণতন্ত্রে রূপান্তরের আরো কঠিন দুটি ধাপ রয়েছে : মঈন খান সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৯০ জনের নামে মামলা ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা আবারো ইসরাইল ও হামাসের মাঝে মধ্যস্থতা শুরু করবে কাতার বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন : হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট অর্থনীতি অনিয়ম দুর্নীতিমুক্ত করতে হবে কমলনগরে চার ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ শাসনব্যবস্থার পুনর্গঠন : অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথ ভারতীয় বংশোদ্ভূত নবনিযুক্ত এফবিআই প্রধানকে ঘিরে কেন বিতর্ক সিলেট সীমান্তে রয়েল এনফিল্ড বাইকসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সকল