০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

জ্যামাইকায় ভালো কিছুর প্রত্যাশায় নাহিদ রানা

নাহিদ রানা - ছবি - ইন্টারনেট

জ্যামাইকা টেস্টে দারুণ কিছুর খোঁজে বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখাচ্ছে টাইগাররা। ইতোমধ্যে বসে গেছে চালকের আসনে। এখন যে অবস্থায় আছে খেলা, ঘুরে দাঁড়াতে চাইলে অবিশ্বাস্যই কিছু করতে হবে তাদের।

গতকাল সোমবার ১ উইকেটে ৭০ রান নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রান নিয়েও ১৮ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেউ ইনিংস বড় না করতে পারলেও স্কোর সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের। ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। লিড বেড়ে দাঁড়িয়েছে ২১১ রানে।

কিংস্টনের এ মাঠে এর আগে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২১ বছর আগে লঙ্কার বিপক্ষে এ রান টপকে জিতেছিল স্বাগতিকরা। এবার নিশ্চিতভাবেই জিততে হলে সেই রেকর্ড ভাঙতে হবে তাদের।

ওয়েস্ট ইন্ডিজকে এমন চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন মূলত নাহিদ রানা। প্রথম ইনিংসে তার গতির আগুনেই ভস্ম হয়েছে স্বাগতিকেরা। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন তিনি। যদিও তার দাবি স্পেশাল কিছু নয়, নিয়ম মেনেই বোলিং করে সফল তিনি।

এই প্রসঙ্গে রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বেশিকিছু ট্রাই করিনি, শুধু চেষ্টা করেছি ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে লাইন টু লাইন বোলিং করা যায়। এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানকে কিভাবে চাপে রাখা যায়, সেই চেষ্টাই করেছি।’

নতুন দিনে বাংলাদেশের লক্ষ্য কী? ব্যাটারদের থেকে কি চান রানা, তাও বলেছেন তিনি। জানান, আর কিছু রান হলেই ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তার দল। এই নিয়ে রানা বলেন, ‘আমরা এখন ভালো জায়গায় আছি। এখান থেকে যদি আমরা আড়াই শ’র উপরে (লিড) নিতে পারি তাহলে ভালো কিছু আশা করছি।’

‘এই উইকেটে এখন ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা বেশ কঠিন। এখানে এখন বাউন্স থাকবে, স্পিনাররাও টার্ন পাবে।’ যোগ করেন নাহিদ রানা।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল